বিএনপির নির্দলীয় - TopicsExpress



          

বিএনপির নির্দলীয় সরকারের চাপ ষড়যন্ত্রমূলক: সুরঞ্জিত । বিএনপি সংবিধানিবহীন নির্বাচন করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, বিএনপি একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরির ষড়যন্ত্র করছে। তারা চায় সংবিধানবিহীন নির্বাচন করতে। এজন্য তারা জাতীয় ও আন্তর্জাতিক চাপ সৃষ্টি করছে। এই ‘ষড়যন্ত্রের’ কারণে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হলে বিএনপিসহ ১৮ দল দায়ী থাকবে, হুঁশিয়ারি সুরঞ্জিতের। শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সুরঞ্জিত বলেন, ‘কোনো বিদেশিই চায় না- আমরা অসাংবিধানিকভাবে নির্বাচন করি। তারা চায়- আমরা সাংবিধানিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই নির্বাচন সম্পন্ন করি।’ যত চাপ সৃষ্টি করা হোক, সংবিধানের বাইরে আওয়ামী লীগ কিছুই করবে না বলেও সাফ জানিয়ে দেন আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতা। তিনি বলেন, ‘জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। ২৪ অক্টোর সংসদ অধিবেশন শেষ হওয়ার পর নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করবে। আমরা আশা করি তারা (বিএনপি) অসাংবিধানিক পথ ছেড়ে সাংবিধানিক ধারায় আসবে, নির্বাচন করবে।’ সুরঞ্জিত বলেন, ‘১৯ অক্টোবর পর্যন্ত সংসদ চলবে। ঈদের পর আবার একই সংসদ বসবে, এটা শেষ বসা। আর সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন হলে চলতি অধিবেশনেই প্রধানমন্ত্রী একটি সমাপনী ভাষণ দিবেন।’ তিনি বলেন, ‘কথা তো শেষ হয়ে আসেছ। নবম সংসদের শেষ অধিবেশন আহবান করা হয়েছে বৃহস্পতিবার। কোনো ঘোষণা ছাড়াই তারা (বিএনপি) আসল না। সাংবিধানিক কাঠামোর মধ্যে তারা যে কোনো প্রস্তাব করলে আলোচনা হতে পারে। এখনো সময় আছে তারা সংসদে যেতে পারে।’ সংগঠনের উপদেষ্টা হাজী মো. সেলিমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারুন অর রশিদ প্রমুখ। rtnn.net//newsdetail/detail/1/1/70190#.UjLR-cbrxD4
Posted on: Fri, 13 Sep 2013 08:52:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015