বাজার পূর্বাভাষঃ - TopicsExpress



          

বাজার পূর্বাভাষঃ ১০/১১/২০১৪ ইং ------------------------------------------ আজ রাতে একটু বেস্ত থাকবো কিছু পোর্টফলিওর স্বাস্থ্য ভালো করার জন্য, যাই হোক খুব সহজ সরল ভাষায় বলে গেলাম, নিজ দায়িত্তে বুঝে নিবেন, বাজার খুব সম্ভবত ৪৮৮০ পয়েন্ট এর কাছাকাছি নেমে ঘুরে যেতে পারে, যুদ্ধ অপরাধীর দায়ে মৃত্যু দন্ড প্রাপ্ত আসামীর ফাঁসি নিয়ে অতি খামাখাই বাজার অন্য যে কোন সময়ের তুলনায় অস্থির রয়েছে, এ সময় সাধারণত সল্প মূলধনের শেয়ার সমূহ চাঙ্গা থাকে; সল্প সময়ের বেব্ধানে কোন কিছু অতিরিক্তহারে বৃদ্ধি পেলে আগামীকাল তা থেকে লাভ তুলে নেওয়া উত্তম, পরবর্তীতে বাজার ঘুরলে এখনকার অতিরিক্ত বৃদ্ধি পাওয়া শেয়ার কমবে এবং তলানি থেকে/ আপাত দৃষ্টিতে স্থির রয়েছে এমন শেয়ার ভালো করবে; -------------- A bit calculated risk if you are interested জাঙ্ক/ সল্প মূলধনের কিছু শেয়ার যা থেকে ফটকা লাভ আশা করছিঃ ALLTEX: কেউ কিনার দরকার নাই বরং কার কাছে কত শেয়ার মেচুরড আছে দেখতে চাই, আশাকরি বাজারে খুদ্রবিনিয়গকারিদের হাতে একটা শেয়ারও থাকবে না, ইনশাল্লাহ...বাকিটুকু ইতিহাস; AZIZPIPES: ইতিপূর্বের জানোয়ার গেল্ভানাইজিং এর মতই, আজ সকল ধরনের রেসিস্টেন্ট ভেঙ্গেছে, দিগুন হওয়ার আগ পর্যন্ত থামবে না আশা করি; BECONPHAR: স্পটে থাকাকালীন ১দিনেই মেচুরড হয়, আজ কিছুটা বৃদ্ধি পেয়েছে, আশাকরি সামনে আরো ভালো করবে; BDLAMP: আগামীকাল থেকে কিছুদিন একটানা বৃদ্ধি পেতে পারে ---------------- Negative Equity: Nobody can say wht exactly the point from which market bounce and turnt to strong bullish trend, এ ধরনের পোর্টফলিওতে শুধু মাত্র RAKCERAMIC/ BATASHOE নিয়ে আপাতত ইকুইটি রক্ষা করুন, আগে নিজে বাচলে পরে বাপের নাম নিতে পারবেন; ---------- মধ্য মেয়াদী বিনিয়গঃ RAKCERAMIC & KPCL, যারা মধ্য মেয়াদী বড় ধরনের লাভ চান তারা কিনবেন অন্যরা নয়, অবশ্য এখন এমন স্থানে দাড়িয়ে যে কোন দিন আচানক ৮-৯% বৃদ্ধি পেতে পারে; ধন্যবাদ শুভ রাত্রি *** ORIONINFU: ২ রকম তথ্য পাওয়া যাচ্ছে, ১৫% নগদ আবার ৫০% নগদ, বোনাস ঘোষণার দিন ছাড়া সঠিক করে এই মুহূর্তে বলা যাচ্ছে না,কেউ রিস্ক মনে করলে সেল করে লাভ তুলে নিতে পারেন;
Posted on: Sun, 09 Nov 2014 16:15:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015