বা নৌ জা বঙ্গবন্ধু (BNS - TopicsExpress



          

বা নৌ জা বঙ্গবন্ধু (BNS Bangabondhu) BNS বঙ্গবন্ধু বাংলাদেশের সর্ববৃহৎ ফ্রিগেড। বাংলাদেশে যে ৬ টি ফ্রিগেড আছে তার মধ্যে এটি সর্বাধুনিক। ১৯৯৮ সালে কোরিয়ান কোম্পানি Daewoo এটি তৈরির কাজ হাতে নেয় এবং ২০০১ সালে বাংলাদেশ তা হাতে পায়। প্রায় ২০০ জন ক্রু সম্বলিত এই আধুনিক ফ্রিগেডখানি গাইডেড মিসাইল যুক্ত। চট্টগ্রাম নৌঘাঁটি তে এটি সংযুক্ত। আসুন এক নজরে এর স্পেসিফিকেশন দেখে নেই: Displacement: 2,370 tones Length: 103.7m Beam: 12.5m Draught: 3.8m Propulsion: CODAD: 4 SEMT-Pielstick 12V PA6V280 STC diesels; 22,501 hp (16.78 MW) sustained; 2 x shafts Speed: 25 kt Range: 4,000 n miles Complement: 186 (16 officers) Electronic warfare and decoys: ESM:Racal Cutlass 242; intercept ECM:Racal Scorpion; jammer Armament: 4 x Otomat Mk. II Block IV AShM; 8 x FM-90N SAM; 1 x Otobreda 76 mm/62 Super Rapid; 4 x Otobreda 40 mm/70 (2 twin) compact CIWS; 6(2 triple) x 324 mm B-515 tubes - Whitehead A244S; 2 x Super Barricade chaff launchers Aircraft carried: 1 x Hangar, 1 x Agusta-Westland AW109 Power ASW/SAR Helicopter বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে অতি শীঘ্র তারা এতে SAM লাঞ্চার, AShM লাঞ্চার বসাবে এবং এর মিসাইল ব্যবস্থার উন্নতি করবে। বাংলাদেশের অন্য ফ্রিগেডগুলি হল BNS ওসমান, BNS সমুদ্রজয়, BNS আবু বকর, BNS আলি হায়দার এবং BNS উমর ফারুক। অতি শীঘ্রই এসবের উপর বিস্তারিত পোস্ট দেয়া হবে।
Posted on: Wed, 15 Oct 2014 15:18:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015