‘বাবা মা হত্যার জন্য - TopicsExpress



          

‘বাবা মা হত্যার জন্য ঐশীকে হয়তো সবাই ঘৃণা করছে, আমার কিন্তু ওর জন্য কষ্ট হচ্ছে, মায়া হচ্ছে।....... আমার কষ্ট হচ্ছে এই মেয়েটার কথা ভেবে যে, তার হয়তো যাবজ্জীবন কারাদণ্ড হবে, হয়তো কিশোর অপরাধী কেন্দ্রে যাবে, কতো ধরনের এবিউজের শিকার হবে সুন্দর এই মেয়েটা, জেলের হিসাবে যাবজ্জীবন হলে ১৫ বছর পর বের হবে ঐশী, তখন তার বয়স হবে বড়জোর ৩৫ বছর... কিভাবে বাঁচবে মেয়েটা???!!!! আত্মীয় স্বজনরা কেউ তাকে গ্রহণ করবে না। নিজের ভাইও তাকে ঘৃণা করবে। তাই স্বাভাবিক। মেয়েটার জীবনটা কেমনে কাটবে??!!’ ‘এতো বড় শাস্তি’ কেন সে পেতে যাচ্ছে, আল্লাহ্ কেন এ শাস্তি তাকে দিলেন ? সেই চিন্তার উত্তর আমি এভাবে খোঁজার চেষ্টা করছি: ‘অনেকে দায়ী করছে ইংরেজী মিডিয়ামের পড়ানোর ফলে উচ্ছন্নে যাওয়াকে, ড্রাগকে। কিন্তু এ ঘটনার জন্য শুধুই কী এই মেয়েটাই দায়ী? পুলিশের যে কর্মকর্তা তার বাবা ছিলেন তিনি কোন স্কেলে চাকরি করতেন? এ বেতন দিয়ে কিভাবে তিনি তার কন্যাকে ইংরেজী মিডিয়ামে পড়াতেন??!! এরপর আসি, টিন এজ একটা মেয়ে পালনের বিষয়ে। এই বয়সী একটা মেয়ে প্রেম করবে, ভুল করবে। তাকে শুধরাতে হবে বাবা মাকেই। কিন্তু তাকে যেভাবে শাসন করা হচ্ছিল তা Proper way ছিল বলে আমার মনে হয়নি (পত্রপত্রিকা পড়ে যতোটুকু জেনেছি)। ঐশী Drug Adect ছিল, কেউ কেউ বলেছে। এডিক্ট হওয়ার আগে বাবা মা কেন দেখেনি? এডিক্টদের চিকিৎসা আছে। তাকে কি তা করা হয়েছিলো? তাকে চোখে চোখে রাখবেন মা, এটা স্বাভাবিক। কিন্তু দারোয়ানদের দিয়ে যেভাবে তাকে অপমান করানো হয়েছে, তা কি সঠিক ছিলো? বরং আমার মনে হয়েছে এমন ভয়াবহ কাজ করতে তাকে উৎসাহিতই করা হয়েছে। অনেকে হয়তো ভাবছেন আমি কেন ঐশীর পক্ষ নিচ্ছি!! আসলে পক্ষ নিচ্ছি না। বিষয়টা হচ্ছে, আমাদের বাবা মায়েরা টিন এজের বাচ্চাদের মানসিকতা বোঝার চেষ্টা করেন না। আমার কাছে মনে হচ্ছে, বাচ্চা পালন করা এতো সহজ না। ঐশী তার মা-বাবাকে খুনের মতো চরমতম অপরাধ করে ফেলার কারণে এখন ঐশীর নাম আসছে বারবার। কিন্তু ঐশীর মতো মানসিক সমস্যায় পড়া মেয়ে এবং ছেলে এখন ঘরে ঘরে। চরমতম ঘটনাটি হয়তো ঘটছে না, কিন্তু কাছাকাছি সমস্যায় আছে অনেক পরিবার। কিন্তু কেন এ অবস্থা ? বা এর সমাধান কি ??????????????????????????????
Posted on: Mon, 19 Aug 2013 05:01:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015