বাংলাদেশে যে অঞ্চলে বা - TopicsExpress



          

বাংলাদেশে যে অঞ্চলে বা যে থানায়, ইউনিয়নে ৬০% বা তার বেশি হিন্দু বাস করে, সেইসব অঞ্চলের রাস্তাঘাট ব্রিজ় তথা সামগ্রিক উন্নয়ন তুলনামুলক কম বা অন্যান্য অঞ্চল থেকে যোগাযোগ বা অবকাঠামোগত দিক থেকে পিছিয়ে আছে । মন্ত্রী এমপিরা হিন্দু অধ্যুষিত এলাকাগুলোকে অবজ্ঞার চোখে দেখে । হিন্দু অধ্যুষিত এলাকাগুলোর যোগাযোগ ব্যাবস্থা এত অনুন্নত যে সাইকেলযোগেও সমস্ত অঞ্চল ভ্রমণ করা সম্ভব নয় । এই অবজ্ঞা অবহেলার কারণ মুলত দুটি । প্রথমত হিন্দুরা বাংলাদেশে বর্তমানে অনেকটাই বোঝা স্বরুপ । অত্যাচার অনাদরের মাধ্যমে এদের দেশছাড়া করাই লক্ষ । আর এক্ষেত্রে তারা সফলও । ১৯৪৭ সালে এদেশে ৪০% হিন্দু ছিল, আজ আছে ৮% । আর কিছুদিন এই প্রক্রিয়া চালাতে পারলে হিন্দুর সংখ্যা ০০% নেমে আসবে, এ নিশ্চিত বলা যায় । সেই প্রক্রিয়ার একটা অংশই এই অবজ্ঞা । দ্বিতীয়ত, হিন্দু জনগোষ্ঠী কার্যত বরাবরই একটি রাজনৈতিক দলের পতাকা হাতে লংমার্চ করছে । সুতরাং অন্য রাজনৈতিক দলটি হিন্দুদের শত্রুই মনে করে, তাই তারা ক্ষমতায় থাকলে হিন্দুদের দিকে উঁকিও দেয় না । হিন্দুরা বেঁচে না থেকে মরলেই বরং তাদের লাভ । অন্যদিকে যাদের পতাকা বহন করবার দায়িত্ত্ব হিন্দুরা নিজ কাঁধে নিয়েছে তারা নিশ্চিত জানে, এই হিন্দুরা কুলি মুটে মজুরের মত পতাকা বয়েই খুশি । এদের জন্য দেশের টাকা খরচ করাই বৃথা । তার চেয়ে অন্যের পিছে টাকা ঢাললে দু একটা ভোট বরং বারবে । অতএব, হিন্দুদের দুঃখের আর বঞ্চনার ধারাবাহিকতা রেল লাইনের মত সমান্তরালই চলবে ।
Posted on: Wed, 25 Sep 2013 15:52:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015