বিশ্বের বিভিন্ন - TopicsExpress



          

বিশ্বের বিভিন্ন সম্মানসূচক পদকসমূহ ▬▬▬▬۩۞۩▬▬▬▬ নোটঃ -- যদি কোন বন্ধুর এত বড় পোস্ট পড়ার ধর্য্য না থাকে অথাবা ব্যস্ততার জন্য পড়তে না পারেন ... তাহলে শেয়ার করে আপনার ফেইসবুক টাইমলাইনে পোস্টের লিংক সেইভ রাখুন সময় পেলে একটু একটু করে পড়ে নিবেন ...কারন এখানের কিছু কথা বা শিক্ষা আপনার লাইফে অবশ্যই কাজে লাগবে ...। ============================== ==== (আমার সংগ্রহের সফটওয়্যার, ভিডিও টিউটোরিয়াল এবং ইবুক এবার হবে আপনার hiractg.blogspot/2013/12/ vdo-tuto-software-dvd-collection.html) Posted by:Mainul Haque Hira Admin: (facebook/hira28) ▬▬▬▬۩۞۩▬▬▬▬ @ সার্ক অ্যাওয়ার্ড : দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) কর্তৃক প্রবর্তিত পুরস্কার। ২০০৪ সালে প্রথম সার্ক অ্যাওয়ার্ড দেওয়া হয় সার্কের স্বপ্নদ্রষ্টা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। @ এনশিয়েটিভ অর্ডার অব সিকাতুনা-দাতু : ফিলিপাইনের সর্বোচ্চ বেসামরিক পদক। @ ন্যুস্টেড : মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানজনক পদক। @ প্রিন্স অব ওয়েলস : ব্রিটিশ সরকার কর্তৃক প্রদত্ত একটি উপাধী। @ অর্ডার অব গুড হোপ : দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ পদক। @ অর্ডার অব কানাডা : কানাডার সর্বোচ্চ বেসামরিক পদক। @ প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম : মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক। @ দ্য ক্রস অব দ্য মেরিট : জার্মানির সর্বোচ্চ সম্মানজনক পদক। @ কমান্ডার অব দ্য ব্রিটিশ অ্যাম্পায়ার : ব্রিটেনের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। @ গেকো : ফ্রান্সের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। @ ফ্রিডম অব দ্য সিটি : আয়ারল্যান্ডের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার। @ ভারতরত্ন : ভারতের জাতীয় ও সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। @ দ্য কমান্ডার অব দ্য লিজিয়ন অব অনার : ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পদক। @ ভিক্টোরিয়া ক্রস : বীরত্বের জন্য প্রদত্ত ব্রিটেনের সর্বোচ্চ সামরিক পদক। @ হার রয়াল হাইনেস : ব্রিটেনের রাজপরিবারের উপাধি। @ দেশবন্ধু : শ্রীলংকার সর্বোচ্চ সম্মানসূচক পদবি। @ অর্ডার অব মেরিট : ব্রিটেনের রানী কর্তৃক প্রদত্ত সম্মানজনক পদক। @ গোল্ডেন অনার অব দ্য ন্যাশনাল অর্ডার : আলবেনিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক। @ গেটস অ্যাওয়ার্ড : বিশ্বখ্যাত কম্পিউটার সফটওয়্যার প্রস্তুতকারক কোম্পানি মাইক্রোসফটের স্বত্বাধিকারী বিল গেটস কর্তৃক প্রবর্তিত পদক। @ বাদশাহ ফয়সাল পুরস্কার : সৌদি সরকার কর্তৃক প্রবর্তিত সম্মানজনক পুরস্কার। @ পদ্মবিভূষণ : ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক। @ নাইটহুড : ব্রিটেনের রানীর দেওয়া সম্মানজনক খেতাব। @ ওয়াক অব ফেইস : যুক্তরাষ্ট্রের হলিউড কর্তৃক প্রদত্ত খেতাব। @ সুইজ ফ্রিডম প্রাইজ : সুইজারল্যান্ডের সরকার কর্তৃক প্রবর্তিত আন্তর্জাতিকমানের পুরস্কার। @ নেহেরু পুরস্কার : ভারত সরকার কর্তৃক প্রবর্তিত আন্তর্জাতিকমানের পুরস্কার। @ হিজরী পুরস্কার : পাকিস্তান সরকার কর্তৃক বিশ্বমানের পুরস্কার। @ পদ্মশ্রী : ভারতের সবচেয়ে সম্মানজনক বেসরকারি পুরস্কার। @ সিতারা-ই-খিদমত : পাকিস্তান সরকার কর্তৃক প্রদত্ত উপাধি। @ হিলাল-ই-ইমতিয়াজ : পাকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক। পূর্বে এ পদকের নাম ছিল প্রাইড অব পারফরমেন্স। @ নাইট অব দি অর্ডারস অব আর্টস অ্যান্ড লেটার্স : ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সাহিত্য পদক। @ স্টার অব জেরুজালেম : ফিলিস্তিনের সর্বোচ্চ পদক। @ গোল্ড অলিম্পিক অর্ডার : আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কর্তৃক প্রদত্ত সবচেয়ে বড় মরণোত্তর পুরস্কার। @ অর্ডার অব ফ্রেন্ডশিপ : রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক পদক। @ ভারত জ্যোতি : ভারতের ‘ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি’ কর্তৃক প্রদত্ত পুরস্কার। @ লিজিয়ন অব অনার : ফ্রান্সের সর্বোচ্চ বেসরকারি আন্তর্জাতিকমানের পুরস্কার। @ অর্ডার অব দ্য ব্রিটিশ অ্যাম্পায়ার : ব্রিটেনের রানী কর্তৃক প্রদত্ত খেতাব। @ ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ : ব্রিটেনের নতুন আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার। এ পুরস্কারের মূল্যমান ৬০ হাজার পাউন্ড। @ হিলাল-ই-পাকিস্তান : পাকিস্তান সরকার কর্তৃক প্রদত্ত একটি সম্মানজনক বেসামরিক খেতাব। @ গোল্ডেন পেগাসাস : ইতালির তাসকানির আঞ্চলিক সরকারের দেওয়া সর্বোচ্চ খেতাব। @ মেডেল ফর ডিস্টিংগুইসড : মার্কিন সামরিক বাহিনী কর্তৃক প্রদত্ত পদক। @ সেরেস পদক : জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) কর্তৃক প্রদত্ত পদক ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়। @ ব্রিটিশ একাডেমি অ্যাওয়ার্ড : ব্রিটেনের চলচ্চিত্র বিষয়ক সর্বোচ্চ পুরস্কার। @ গ্রান্ট হাডাম পদক : সাংবাদিকতায় অস্ট্রেলীয় সরকার প্রদত্ত সর্বোচ্চ পদক। @ এমি অ্যাওয়ার্ড : মার্কিন যুক্তরাষ্ট্রের ফিল্মের ক্ষেত্রে অস্কার তুল্য পুরস্কার। @ ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ফর ফিকশন : লেখকদের জন্য যুক্তরাষ্ট্রের সরকার কর্তৃক প্রদত্ত সবচেয়ে মর্যাদার পুরস্কার। @ জার্মান মিডিয়া প্রাইজ : বিশ্বব্যাপী নিপীড়ন, নির্যাতন ও সংঘাতের বিরুদ্ধে অবদানের জন্য জার্মান সরকার কর্তৃক প্রদত্ত পুরস্কার। @ গেটস অ্যাওয়ার্ড ফর গ্লোবাল হেলথ : বিশ্বের শীর্ষস্থানীয় কম্পিউটার সফটওয়্যার প্রস্তুতকারী কোম্পানি মাইক্রোসফটের স্বত্বাধিকারী বিল গেটস এ পুরস্কারের প্রবর্তক। স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়। @ শাখারভ : ইউরোপীয় পার্লামেন্ট প্রদত্ত মানবাধিকার বিষয়ক মর্যাদাকর পুরস্কার। @ কারেজ ইন জার্নালিজম অ্যাওয়ার্ড : সৎ সাহসী ও নির্ভীক সাংবাদিকতার জন্য ইন্টারন্যাশনাল উইমেন্স মিডিয়া ফাউন্ডেশন প্রবর্তিত পুরস্কার। @ ফুকুওকা গ্রান্ড প্রাইজ : দারিদ্র্য দূরীকরণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জাপানের ফুকুওকা এশিয়ান কালচার প্রাইজ কমিটি প্রবর্তিত মর্যাদাকর পুরস্কার। @ হিরো অব রাশিয়া : রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় বীরত্ব পুরস্কার। @ অ্যানক মেরিট অ্যাওয়ার্ড : অলিম্পিক কমিটিসমূহের আন্তর্জাতিক কেন্দ্রীয় সংস্থা ‘অ্যানক’ কর্তৃক প্রদত্ত পুরস্কার। ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়। @ স্টার অব দ্য রিপাবলিক অব ইন্দোনেশিয়া : ইন্দোনেশিয়ার সর্বোচ্চ বেসামরিক পদক। ▬▬▬▬۩۞۩▬▬▬▬ তথ্যসূত্রঃ ইন্টেরনেটের বিভিন্ন সাইট ▬▬▬▬۩۞۩▬▬▬▬
Posted on: Sat, 30 Aug 2014 17:00:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015