বিশ্বব্যাপী অর্থনৈতিক - TopicsExpress



          

বিশ্বব্যাপী অর্থনৈতিক খবর ও অন্যান্য ইভেন্ট সমূহ কিভাবে ফাইনান্সিয়াল মার্কেটকে প্রভাবিত করে ফান্ডামেন্টাল এনালাইসিসের মাধ্যমে আমরা তা বুঝতে পারি। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে ফান্ডামেন্টাল এনালাইসিস হলো কোনো দেশ বা অঞ্চলের অর্থনৈতিক অবস্থার বিশ্লেষনের মাধ্যমে ঐ দেশ বা অঞ্চলের মুদ্রার supply ও demand এর অবস্থাকে বুঝতে চেষ্টা করা। ফরেক্স মার্কেট অত্যান্ত গতিময় এবং পরিবর্তনসীল। মার্কেট price সর্বদাই পরিবর্তিত হতে থাকে, এই পরিবর্তন বোঝার জন্য মার্কেট এনালাইসিস খুবই গুরত্বপূর্ণ। এক্ষেত্রে টেকনিক্যাল এনালাইসিস সাহায্য করে থাকে, কিন্তু অর্থনৈতিক বিভিন্ন মৌলিক বিষয় সমূহই মূলতঃ মার্কেটের দীর্ঘমেয়াদী পরিবর্তনশীলতা নির্দেশ করে থাকে যা আমরা ফান্ডামেন্টাল এনালাইসিসের মাধ্যমে বুঝতে পারি। আমরা অনেকটা এভাবে দেখতে পারি, ফান্ডামেন্টাল এনালাইসিস হলো একটি ক্যানভাস এবং টেকনিক্যাল এনালাইসিস হলো ওই ক্যানভাসের রঙ। এই দুয়ের সম্মিলনে যখন কেউ মার্কেটকে বুঝতে চেষ্টা করবে সে মার্কেটকে খুব ভালভাবে বুঝতে পারবে, যা তার ট্রেডিং এর সফলতাকে বহুগুন বৃদ্ধি করবে। Fundamental analysis এর সাধারণ ধারনা হলো, যদি কোনো দেশের বর্তমান বা ভবিষ্যত অর্থনৈতিক অবস্থা ভাল হয় তাহলে তার currency ও শক্তিশালি হবে। একটি শক্তিশালি অর্থনৈতিক অবস্থা বিদেশি ইনভেষ্টরদেরকে আর্কষণ করে। যখন কোনো দেশের অর্থনৈতিক অবস্থা ভাল হতে থাকে তখন স্বাভাবিকভাবেই ঐ দেশ তার মূল্যস্ফিতি সহ আরও বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণের জন্য Interest rate বৃদ্ধি করে থাকে, উচ্চ interest rate বিদেশি ইনভেষ্টরদেরকে আকৃষ্ট করে থাকে। অধিক মুনাফার আশায় বিদেশি ইনভেষ্টরগন ঐ দেশে ব্যবসা পরিচালনা করতে আগ্রহী হন। এর ফলে যখন বিদেশি ইনভেষ্টরগন ঐ দেশে ব্যবসা পরিচালনা করতে চাইবেন তখন তাদেরকে অবশ্যই ঐ দেশের মুদ্রা কিনতে হবে। যা স্বাভাবিকভাবেই supply এবং demand এর মাঝে পার্থক্য তৈরি করবে। শক্তিশালি ও দ্রুত বর্ধনশীল দেশ সমূহ তাদের মুদ্রার প্রচন্ড demand বা চাহিদার চাপ অবুভব করে থাকে, কিন্তু চাহিদার অনুপাতে পর্যাপ্ত supply বা সরবরাহ দেয়া সম্ভব হয় না, যার ফলে ওই currency এর মূল্যমান বৃদ্ধি পায়। উদাহরণস্বরুপঃ যদি অষ্ট্রেলিয়ার অর্থনৈতিক অবস্থা শক্তিশালি হতে থাকে, তাহলে অন্যান্য currency এর তুলনায় অষ্ট্রেলিয়ান ডলারের মূল্যমান বৃদ্ধি পাবে। কোন দেশের রাজনৈতিক, সামাজিক ও প্রাকৃতিক বিভিন্ন ঘটনাবলিও ওই দেশের অর্থনৈতিক অবস্থাকে প্রভাবিত করে। তাই ফান্ডামেন্টাল এনালাইসিসের ক্ষেত্রে এই সব বিষয়ের প্রতিও বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন। Economic Indicator: প্রত্যেকটি দেশ একটি নির্দিষ্ট সময় পরপর economic data release করে থাকে। এই সকল অর্থনৈতিক সূচক বা ইন্ডিকেটর সমূহ সরকারের বিভিন্ন এজেন্সি এবং বিভিন্ন প্রাইভেট প্রতিষ্টান সমূহ প্রকাশ করে থাকে, যার মাধ্যমে কোনো দেশের অর্থনীতিকে গভীরভাবে পর্যবেক্ষন করা যায়। ইকোনোমিক ইন্ডিকেটর সমূহ কোনো দেশের অর্থনৈতিক অবস্থা বুঝতে সাহায্য করে থাকে। কোনো দেশের অর্থনৈতিক অবস্থার পরিবররতনের ফলে এর currency value ও পরিবর্তিত হয়। তাই এটা খুবই স্বাভাবিক যে ফাইনান্সিয়াল মার্কেটের সাথে জড়িত প্রায় সকলেই ইকোনোমিক ইন্ডিকেটর এর প্রতি সজাগ দৃষ্টি রাখেন। ইকোনোমিক ইন্ডিকেটর মার্কেটে বড় ধরনের প্রভাব ফেলে, তাই কোন ইন্ডিকেটর মার্কেটে কি ধরনের প্রভাব ফেলে, ইন্ডিকেটর সমূহ কিভাবে analyze করতে হয়, কিভাবে তা সার্থকভাবে প্রয়োগ করতে হয় এগুলো জানা ফরেক্স ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ। সাধারণভাবে, একটি ইন্ডিকেটরের শুধুমাত্র numerical value ই গুরুত্বপূর্ন নয় বরং upcoming ইন্ডিকেটরটি সম্পর্কে প্রত্যাশা (anticipation and forecast) এবং মার্কেটে প্রত্যাশা ও actual value এর মধ্যে সম্পর্কের যে Impact তাও গুরুত্বপূর্ন। ফরেক্স ট্রেডারদের জন্য রিলিজ হওয়া সকল ইন্ডিকেটরই সমানভাবে গুরুত্বপূর্ন নয় এবং সব ইন্ডিকেটর ফাইনান্সিয়াল মার্কেটে সমান প্রভাব ফেলে না। কিছু মেজর ইন্ডিকেটর যা ফরেক্স মার্কেটকে চালিত করে – Gross domestic product (GDP), Interest rate, Producer Price Index (PPI), Consumer Price Index (CPI), Retail Sales Index (RSI), Employment strength (Non farm Payrolls) । কোন ইন্ডিকেটর কি ধরনের প্রভাব ফেলে তা High, Medium এবং Low দ্বার চিহ্নিত করা হয়। যেহেতু ইকোনোমিক ইন্ডিকেটরগুলো কোনো দেশের অর্থনীতির সূচক, তাই এগুলো বোঝার জন্য কি অর্থনীতিবিদ হওয়া প্রয়োজন? উত্তর হলো "না"। ফরেক্স ট্রেডারদের জন্য এই সকল ইন্ডিকেটর বুঝে ট্রেড করার জন্য কিছু simple guideline মনে রাখা প্রয়োজন। Economic indicator এর খুঁটি-নাটি সকল বিষয় জানা থাকার তেমন প্রয়োজনীয়তা নেই। মূলতঃ ট্রেডিং এর জন্য indicator গুলো সম্পর্কে কিছু basic ধারনা রাখাই যথেষ্ট, যেমনঃ indicator টি কতটুকু গুরুত্বপূর্ণ, এটি মার্কেটে কি ধরনের প্রভাব ফেলতে পারে ইত্যাদি। অভিজ্ঞ ট্রেডারগন সবসময় key indicator গুলোর প্রতি নজর রাখেন যা মার্কেটে অধিক প্রভাব ফেলে। উদাহরণস্বরুপঃ অনেক নতুন ট্রেডারগনই employment report এর headline এর উপর দৃষ্টি রাখেন, সাধারনভাবে এটা সত্য তে অধিক নতুন job এর সুযোগ তৈরি হওয়া economic growth এর জন্য খুবই ভালো। কিন্তু ট্রেডিং এর ক্ষেত্রে non-farm payroll এর প্রতিই ট্রেডারগন অধিক মনোনিবেশ করেন, যেহেতু মার্কেটে এর অনেক বড় impact হয়। Similarly, PPI measures changes in producer prices generally - but traders tend to watch PPI excluding food and energy as a market driver. Food and energy data tend to be volatile and subject to revisions to provide an accurate reading on producer price changes. কিছু গুরুত্বপূর্ন ইন্ডিকেটরের লিষ্ট যা মার্কেটে বড় ধরনের প্রভাব ফেলেঃ উপরের লিষ্টটি নেয়া হয়েছে Forexabode থেকে। অনেক চেষ্টা করেও চার্টটি একসাথে দিতে পারলাম না, তাই ভেঙ্গে ভেঙ্গে image আকারে দিলাম। Economic indicator সম্পর্কে আরো জানতে দেখুনঃ Esey forex | Forex realm Economic Indicator release হওয়ার সময়ঃ Economic calendar: প্রত্যেক ট্রেডারের হাতের কাছে একটা economic indicator রাখা খুবই গুরুত্বপূর্ন। এটা ভাল ট্রেডিং-এ সাহায্য করবে এবং actual news release হওয়ার সময়ে অপ্রত্যাসিত price action এরও ব্যখ্যা করবে। High impact data release হওয়ার সময় জানা খুবই গুরুত্বপূর্ণ, কারন যখন Actual news release হয় তখন মার্কেট প্রচন্ড রকম volatile হয়। Release হওয়া news টি বুঝতে না পারলে বা News trading এ অভিজ্ঞ না হলে, এই সময়ে ট্রেডিং না করাই ভাল। News release হওয়ার সময়ে মার্কেটের volatility নির্ভর করে “Factor of surprise” এর উপর, যা ঐ News টি বহন করে থাকে। “Factor of surprise” হলো level of unexpectedness অর্থাৎ release হওয়া news এর actual data এবং forecast বা প্রত্যাশা এর মধ্যে যে বড় রকমের পার্থক্য থাকে সেটাই level of unexpectedness. যদি কোনো release হওয়া News এর Actuall data এর সাথে অর্থনীতিবিদ্গন যা আশা(forecast) করেছিলেন তার সাথে বড় ধরনের পার্থক্য(Factor of surprice) তৈরী হয় তাহলে তা মার্কেটের volatility এর কারন হতে পারে। Medium impact economic data সমূহের প্রতিও বিশেষ সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন, যেহেতু “factor of surprise” এর কারনে তা High impact এ পরিনত হতে পারে। Low impact data বেশির ভাগ সময়েই মার্কেটে তেমন কোনো প্রভাব ফেলে না। একটি Economic calendar এ বেশ কিছু data থাকে, যেমনঃ Name of indicator, release time, details, impact type, previous data, Forcast data, এবং Actual data. “Previous” column এ ঐ indicator এর সর্বশেষ release হওয়া previous data থাকে। “Forcast” column এ economist গন কিছুক্ষনের পরে release হবে এমন Indicator সম্পর্কে যে অনুমান ও প্রত্যাশা করে থাকেন সেই data উল্লেখ করা হয়। “Actual” column এর data শুধুমাত্র তখনই update করা হয় যখন finally সেটা release হয়। Economic News impact – increased market volatility – সাধারনতঃ ৩-৫ মিনিট স্থায়ি হয় (highest volatility), তারপরের ৫-১০ মিনিট সাধারণত corrective/adaptive volatile থাকে এবং এরপর price settle হয় ও নতুন দিকে move করতে শুরু করে। Forex Factory Economic Celander কিছু বিষয় যা News trading এর ক্ষেত্রে মনে রাখা প্রয়োজনঃ ১। যদি আপনি News trading নাও করেন, তবুও কখন কোন News release হবে তা জানা থাকা খুবই গুরুত্বপূর্ণ, এর ফলে মার্কেটের volatility বোঝা সহজ হবে এবং News impact এর কারনে সৃষ্ট অপ্রত্যাসিত volatility এর জন্য বড় ধরনের ক্ষতির হাত থেকে সহজেই বেঁচে থাকা যাবে। বস্তুতঃ অনেক ট্রেডারই economic news release এর সময় trade করা পছন্দ করেন না। ২। কোনো News release হওয়ার পূর্বে মার্কেট যত কম move করবে, news release হওয়ার পরে মার্কেট অধিক অস্থিতিশীল হওয়ার সম্ভাবনাও ততো বাড়বে। অনেকটা যেমনঃ সবাই একটি বোম ব্রাষ্ট হওয়ার অপেক্ষা করছে, ফোটার আগে চারদিক কেমন থমথমে নিস্তব্ধ হয়ে যায়। আর বোমাটি ফাটার সাথে সাথে চারদিক প্রচন্ড অলোরিত হয়। ৪। যদি কোনো News কোনো রকম “surprise” বা unexpected data বহন না করে, তাহলে অনেক সময়েই ফরেক্স মার্কেটে তেমন reaction দেখা যায় না। *[ আমি ইংরেজীতে যথেষ্টই দুর্বল, তাই এই অনুবাদ করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। আমি চেষ্টা করব এখন থেকে যা শিখব তা সকলের সাথে শেয়ার করার, এতে আমার নিজের উপকার হবে এবং আশা করছি আরো অনেক নতুন ট্রেডাররাও উপকৃত হবেন। আমার লেখার ভিতরে যে কোন ভুল থাকলে তা শুধরে দেয়ার জন্য সকলের কাছে একান্ত অনুরোধ জানাচ্ছি। ]
Posted on: Fri, 27 Sep 2013 06:11:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015