বিসিএস এ ভাইভা চলছে। > কি - TopicsExpress



          

বিসিএস এ ভাইভা চলছে। > কি নাম তোমার? : স্যার, চাপাতী জামাল। > আরে তোমার বাবা মায়ের দেওয়া নাম কি? : স্যার, মোখলেচুর রহমান জামাল > পিতার নাম কি?? : বঙ্গবন্ধু শেখ মুজিব। > বাবা, তোমার জন্মদাতা পিতার নাম কি? : খলিলুর রহমান -- গ্রামের বাড়ি কোথায়?? : গোপালগঞ্জ স্যার। > (স্যার লিস্ট দিখতেছেন) ওহ! লিস্টে তো তোমার নাম আছে, ঈমাম সাহেব দিয়েছেন। : একটু ভ্যাটকাই দিল(দাঁত কেলিয়ে হাসি) > ঈমাম সাহেবের কোচিং করেছো? : (আবার ভ্যাটকায়) অবশ্যই স্যার। > ইউনিভার্সিটিতে তোমার সাবজেক্ট কি ছিল? : ধর্ষণ > (স্যার একটু নড়ে চড়ে বসলেন), কি? দর্শন? : জ্বী স্যার, জ্বী স্যার। আসলে স্যার ঐ কাজ করতে করতেই অভ্যস তো তাই শব্দ ঐটাই বের হয়ে গেছে।। > ঠিক আছে, দর্শনের ইংরেজী জানো? : জ্বী স্যার, rape > স্যার চোখ কপালে তুলে, বাবা তোমার সাব্জেক্টের কথা বলছি : ও স্যার philosophy. অনেক দিনের অভ্যাস তো! > ঠিক আছে, তোমার জন্য কোন ব্যপার না, বলতো দেশে সবচেয়ে বেশি চা পাতা কোথায় পাওয়া যায়? : চাপাতি? আমাদের কাছে স্যার, আমাদের প্রত্যেক কর্মীর কাছেই পাওয়া যায়, তবে এখন বেশীর ভাগের কাছেই এক্সট্রা পিস্তল থাকে। আমারটা বাহিরে রাইখা আসছি স্যার। > (স্যার দাঁড়িয়ে গিয়ে আবার বসলেন)। চাপাতি না বাবা, আমি চা পাতার কথা বলেছি, যা আমরা পানি দিয়ে গরম করে পান করি : স্যার, সাথে রাখতে রাখতে মনটা ঐ দিকেই ছিল। > ঠিক আছে বাবা, তুমি ভাইভাতে টিকেছো। তোমাকে না টিকালে যে আমার চাকরীটাই যাবে। : স্যার, তাইলে কি আমার চাকুরি হবে? > হবে মানে? তুমি জয় বাংলার লোক, চাকুরী হতেই হবে। তুমি কোন চিন্তাই করোনা। : ছিনতাই না করলে, চাকুরী পাওয়া পর্যন্ত চলবো কিভাবে স্যার?! > বাবারে, তোমার ছিনতাই তুমি করো, আমি চিন্তা করতে মানা করেছি। : ওহ! স্যার, যে কর্ম এতদিন করছি, মনে করলাম আপনে হটাৎ বন্ধ করতে কইলেন......।। চাকরি পেতে চাও? ইমামের কোচিং এ যাও।। চাকরি পেতে চাও?? জয় বাংলা বলে ভাইভায় যাও।।।
Posted on: Fri, 21 Nov 2014 04:28:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015