বই খুললে সর্ষেফুল দেখি - TopicsExpress



          

বই খুললে সর্ষেফুল দেখি আর পড়তে বসলেই আজব চিন্তা মাথায় আসে । :( . . . :আচ্ছা আম্মু একটা কথা বলি? - বল । : আমি যদি ফেল করি তো কি কেমন হবে ? তখন তোমরা কি করবা ? - ফাইন হবে । তখন আমরা তোমাকে বিয়ে দিবো । : আচ্ছা । তাহলে পাত্র দেখো । আমি Animal diversity তে ফেল করবো । আর অবশ্য দেখবা ছেলে যেন বেশি ফর্সা না হয় । বেশি ফর্সা ছেলে মেয়েমেয়ে লাগে আর ঐটাইপ আমার পছন্দ না । মন মানসিকতা ভালো হতে হবে এবং অবশ্যই চা বানানো জানতে হবে আর কিছু দরকার নাই । বাকি কাজ আমি পারবো । - ফেল করবি ? :-O . . ফেলটুস মেয়ের আবার বড় বড় কথা । : আজব তো :-O . . এখানে কি বললাম ? সাবালিকা হিসেবে আমার মতামত জানানোর অধিকার আছে । - তোকে ঔষুধের দোকানদারের সাথে বিয়ে দিবো । অন্তত তোর ঔষুধ কেনার চিন্তা তার করতে হবে না । : ঔষুধের দোকানের মালিক হিসাবে কোন ইয়ংপোলাকে দেখছো তুমি ? - খোঁজার মত খুঁজলে খোকশার ফুলও পাওয়া যায় । : :-O :-O :-O . . আম্মু তুমি তাই দিতে পারবা আমাকে ? - করবি ফেল তাতেই আবার । দেখ ঔষুধের দোকানদার রাজি হয় কিনা ? :-/ :-/ : :-( :-( :-( . . নানী পাশে বসে সব কথা শুনছিলো । আম্মু থামার পর সে শুরু করলো । উনি একটু অগ্রীম বোঝে । - যখন চট্টোগ্রামে কোচিং করাতে নিয়ে গেছিলাম তখন পইপই করে সবাইকে বলছি যে , তোরা এতবছর হলো এখানে থাকিস একটা ভালো ছেলেদেখে বিয়ে দিয়ে দে আর এখানে ভর্তি করে দে । তখন সবাই আমাকে ধমক দিছে এখন দেখ ফেল করে বসে আছে । : নানী আমি তো এখনো ফেল করি নাই । :-O :-O . . . - করস নাই তয় করবি তো তাইনা ? : :-O :-O :-O - ঔষুধের দোকানদারের সাথে বিয়ে দেওয়ার দরকার নাই । এক কাজ কর , ওকে মিষ্টিরদোকানদারের সাথে বিয়ে দিয়ে দাও । : মিষ্টির দোকানদার কেন ? - তুই মিষ্টি বানাবি আর তোর স্বামী মিষ্টি বিক্রি করবে । দুজন মিলে কাজ করলে দেখবি শুধু উন্নতি আর উন্নতি । তুই তো আর ঔষুধ বানাতে পারবি না । : :-O :-O :-O . . ইয়া মালিক । যদি ছেলে হতাম তো নির্ঘাত আমাকে রিকসা কিনে দিতো অথবা সিএনজি কিনে দিতো । এত নিষ্ঠুর কেনু তারা ? কেনু ? কেনু ? স্বাধীন দেশের নাগরিক হিসেবে ফেল করার অধিকারও আমাদের নাই ? :( . . .
Posted on: Sun, 14 Sep 2014 13:33:46 +0000

Trending Topics



min-height:30px;">
from From The Biscuit Tin: Remember those early morning runs we
In 1967 God gave me a very special promise. This promise has kept
Via: Directioners Québecoises only, pas de place pour les
What often amazes me is how out of touch with reality so many
Ms Oprah: Give the $38,000.00 to Cross Street AME Zion Church,
A little training flow putting together the side star to whale &

Recently Viewed Topics




© 2015