বসে বসে টিভির রিমোট - TopicsExpress



          

বসে বসে টিভির রিমোট টেপাটিপি করছিলাম, এমন সময় বৃষ্টিতে কাক ভেজা হয়ে বাসায় ঢুকলো আব্বু। এসেই জিজ্ঞেস করলো, : দেশের অবস্থা কি? খবর দাও তো! : অবস্থা ভালোই, সারা দেশে আর্মি নেমে গেছে, মার্শাল ল। খালেদা-হাসিনা আবার জেলে। জামাত শিবির নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, রাজাকারদের ফাঁসি আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর করার নির্দেশ। সকল দুর্নীতিবাজ আমলা, সরকারি কর্মচারীদের গ্রেফতার করার জন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে। শেয়ার বাজার, ডেস্টিনি, হলমার্কের টাকা উদ্ধার করার জন্য বাংলাদেশ ব্যাংককে জরুরী নির্দেশ দেওয়া হয়েছে। ঋণ খেলাপি শিল্পপতিদেরকে ৭ দিনের মধ্যে সমস্ত টাকা ব্যাংকে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। একসাথে হড়বড় করে এতগুলা আজগুবি খবর দিয়ে পিতার মুখের দিকে মিচকি হাসি মেরে তাকিয়ে রইলাম :p পিতা এত কিছু হজম করতে না পারে চোখ পাকিয়ে বললেন, : সারা দিন বসে বসে আজাইরা চিন্তা! দেশে আর্মি নামবে ক্যান! সংবিধান বলে কি কিছু নাই, গনতন্ত্র বলে কি কিছু নাই, আইন বলে কি কিছু নাই? : আছে, থাকবে না ক্যান! তবে সংবিধান নেতাদের জন্য, গনতন্ত্র পুঁজিবাদীদের জন্য আর আইনের হাত অনেক লম্বা হলেও ছোট ছোট পা থাকার কারনে কিছুই করতে পারছে না! বিঃ দ্রঃ দেশে আর্মি নামে নাই, উপরের কোন ঘটনাও ঘটে নাই। ইহা পিতার নিকট মাগুরীয় মিথ্যাচার।
Posted on: Fri, 25 Oct 2013 08:42:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015