ব্যাটিং পাওয়ার প্লে নিয়ে - TopicsExpress



          

ব্যাটিং পাওয়ার প্লে নিয়ে আক্ষেপ প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ স্কোর (২৬৫) এর ম্যাচে বাংলাদেশ ডাওয়ার্থ লুইস মেথডে ৪৩ রানে জিতেছে ঠিকই, তারপরও ওই ম্যাচে কিন্তু আক্ষেপ করতে হয়েছে ব্যাটিং পাওয়ার প্লে নিয়ে। ১৫৪ রানের দারুণ এক পার্টনারশিপে দলের ইনিংসটা যেখানে ৩শ’ ছুঁয়ে যাওয়ার কথা, সেখানে পাওয়ার প্লেতে ২৭’র বেশি নিতে পারেনি! তাও আবার পাওয়ার প্লে’র আদর্শ ব্যাটসম্যান মুশফিককে হারাতে হয়েছে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচকে সামনে রেখে ব্যাটিং পাওয়ার প্লে নিয়ে কাজ করেছেন ব্যাটসম্যানরা-ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সহ-অধিনায়ক মাহামুদুল্লাহ তা বলেছেন, কিন্তু তার প্রতিফলনই যে দেখা গেল না ম্যাচে। প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচে পাওয়ার প্লে’তে ৮ রান বেশি যোগ করেছে বাংলাদেশ ঠিকই, কিন্তু ৩৫ রান যোগ করতে হারাতে হয়েছে ৩ ব্যাটসম্যান! ব্যাটিং পাওয়ার প্লে’র এডভানটেজ নিচ্ছে যখন অন্যরা, তখন এই পাওয়ার প্লে’ই বার বার আক্ষেপের কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। বিশ্বাস করুন, এবছরে হয়ে যাওয়া ৭টি ম্যাচের ৬টিতেই পাওয়ার প্লে ভুগিয়েছে বাংলাদেশকে। ব্যাটিং পাওয়ার প্লেতে এবছর সর্বোচ্চ ৩৫ রান গতকাল। পাওয়ার প্লে নিয়ে আদৌ কতটা কাজ করছেন বাংলাদেশ কোচ শেন জার্গেনসেন, সেটা তিনিই ভালো বলতে পারবেন। তবে আইসিসি’র ওয়ানডে আইন ১১তম ওভার থেকে যে কোনো সময়ে ব্যাটিং পাওয়ার প্লে নেয়ার যে সুযোগ আছে- সেই সুযোগ নিতে কখনো যে কৌশলী ভূমিকায় দেখা যায়নি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। এমনকি সেট পার্টনারশিপ থাকতেও পাওয়ার প্লে’র সংকেত দেখানোর সাহস করেনি মুশফিকরা কখনো। ৩৬ থেকে ৪০তম ওভার পর্যন্ত ৫ ওভার অটোমেটিক পাওয়ার প্লে-বাংলাদেশের জন্য এটাই যেন মুখস্থ হয়ে গেছে। মনস্তাত্বিকভাবে পাওয়ার প্লে’ চাপের মুখে ফেলে দেয় বলেই বার বার ভোগাচ্ছে এই পর্ব-তা না বলে কি উপায় আছে? BKCC Desk
Posted on: Fri, 01 Nov 2013 07:58:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015