ব্রাক বিশ্ববিদ্যালয়ের - TopicsExpress



          

ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জনপ্রিয় টকশো ব্যাক্তিত্ব অধ্যাপক ডঃ পিয়াস করিম আমাদের মাঝে আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ ভোরে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! ১৩ অক্টোবর ২০১৪ অধ্যাপক পিয়াস করিম ইনতিকাল করেছেন। আমরা একজন সত্যাশ্রয়ী মানুষ হারালাম। এই ইনতিকাল দেশের সত্য প্রিয় প্রতিটি মানুষ কাঁদবে। আমরা আল্লাহর দরবারে তার জন্য জন্নাতুল ফেরদাউস কামনা করছি। তাঁর পরিবার ও দেশবাসীকে আল্লাহ ধর্য্য ধারণ করার তাওফিক দান করুন। সত্যাশ্রয়ী মানুষগুলোই চিরদিন মানুষের অন্তরে অমর হয়ে থাকে আর মিথ্যাশ্রয়ী মানুষগুলো মরার অনেক আগেই মৃত্যু বরণ করে। জনাব অধ্যাপক পিয়াস করিম ও অমর হয়ে থাকবেন আমাদের মনের গহিনে।
Posted on: Mon, 13 Oct 2014 06:09:22 +0000

Trending Topics



le
Cherish Your Doubts "Cherish your doubts, for doubt is the
Here is the draw for the Otago Junior Tiger qualifier. If you name

Recently Viewed Topics




© 2015