ভার্সিটি থেকে বাসে করে - TopicsExpress



          

ভার্সিটি থেকে বাসে করে ফিরছিলাম। আমার ডানপাশের সিটে বসেছিল, এক লোক। চাকুরীজীবী মনে হয়। সারাদিন ফেসবুকে ঢুকতে পারিনি। তাই, একটু ঢু মারার জন্য মোবাইল টা বের করলাম। দু একজন ফ্রেন্ড মেসেজ দিল। তাদের রিপ্লায় দিলাম। একফ্রেন্ড চ্যাটে নক করলো, তার সাথে চ্যাট হচ্ছিল। হঠাৎ খেয়াল করলাম, পাশের ভদ্রলোক আমি না বুঝি মত উকি দিয়ে আমার মেসেজ পড়ছে আর মুচকি মুচকি হাসছে। এটা দেখে আমি একটু সতর্ক হলাম। ফোনটা একটু বামে নিয়ে আসলাম, আবার চ্যাট করছি। ওমা ওই ব্যটা দেখি আরও এদিকে ঘেঁষে বসলো, বুঝলাম আমি একটু সরে বসাতে সে আমার মোবাইলের স্ক্রিন দেখতে পারছিলনা। চিন্তা করলাম ব্যাটারে একটা শিক্ষা দেওয়া দরকার, কিন্তু মুখে যদি বলি সে সোজা অস্বীকার করে উল্টা ভাব নিবে। কি করা যায় ভাবতে ভাবতে আমি এবার ফোনটা নিয়ে তার দিকে ঝুঁকে বসলাম, যাতে সে আমার ফোনের স্ক্রিন স্পষ্ট দেখতে পায়। তারপর চ্যাট করার ভান করেলিখলাম, "shala edike takai asos ken, jibone facebook dekhos nai... harami oidike firrrrr... abal kothakar, onnodike taka" তারপর লোকটার দিকে তাকালাম, দেখলাম বেচারার হাসি হাসি মুখ কাল হয়ে গেছে।এরপর আর এদিকে তাকানোর চেষ্টা করেনি।বেচারার মনেহয় ছোট্ট একটা শিক্ষা হয়েছে।
Posted on: Mon, 24 Jun 2013 14:16:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015