ভালো করে দেখে রাখুন কাজে - TopicsExpress



          

ভালো করে দেখে রাখুন কাজে দিবে মহাবিশ্ব ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ১.জ্যোতিষ্ক ৭ধরনের > নক্ষত্র, নীহারিকা,গ্রহ উপগ্রহ, ধূমকেতু,ছায়াপথ,উল্কা ২.সবচেয়ে বড় নক্ষত্র> বেটেলগেম ( সূর্যের চেয়ে ৫০০গুন বড়) ৩.পৃথিবীর নিকটতম নক্ষত্র সূর্য় ৪.পৃথিবীর ২য় নিকটতম নক্ষত্র > প্রক্সিমা সেন্টারাই ৫. আকাশে উজ্জ্বলতম নক্ষত্র >> লুব্ধক ৬.ধ্রুব তারা শুধুমাত্র উত্তর গোলার্ধে ৭.নক্ষত্রমণ্ডলী কালপুরুষ বা আদমসুরত দেখতে >> তীর ধনুক হাতে শিকারীর মতো ৮.সপ্তর্ষিমণ্ডল দেখতে> জ্যামিতিক রেখা দিয়ে এদের প্রশ্নবোধক(?) চিহ্নের মত ৯.পৃথিবীর কাছের ছায়াপথের নাম > ম্যাজিলানিক ক্লাউডস। ১০.মহাকাশে রেডিও ওয়েভ বিকিরণের উত্স> কোয়াসার ১১.আমাদের ছায়াপথের নাম > মিল্কওয়ে, আকাশগঙ্গা বা সুরগঙ্গা বা স্বর্গগঙ্গা ১২.হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে> ২০৬২ সালে ১৩.মহাশূন্যে পাড়ি দেয়া মানব সৃষ্ট উপগ্রহ> স্পুটনিক-১ ১৪.উল্কা বৃষ্টি>> কোন ধূমকেতুর অংশবিশেষ কক্ষপথ হইতে বিচ্যুত কথা যা পৃথিবীর বাযুমণ্ডলে প্রবেশ করে ঘর্ষণে জ্বলে ওঠে। ১৫.তারাদের জীবন প্রবাহের তৃতীয় অবস্থা কোনটি? --রেড জায়ান্ট ১৬.মহাজাগতিক রশ্মি আবিস্কার করে হেস নোবেল পান --১৯৩৬ সালে ১৭.নবায়নযোগ্য শক্তির উত্স - সূর্যরশ্মি,পারমানবিক শক্তি ১৮.বিগব্যাঙ তত্ত্বের প্রবর্তক - জি. ল্যামেটার ১৯. বিগব্যাঙ তত্ত্বের ব্যাখ্যাকারক >স্টেফিন হকিংস ২০.Rainbow does not consist - Pink color ২১.ইউরি গ্যাগারিন মহাশূন্যে যান --১৯৬১ সালে ভোস্টক-১ তে করে ২২.বড়দিন ছোটরাত্রি--২১ জুন(উত্তর গোলার্ধে) ২৩.ছোটদিন বড়রাত্রি -২২ডিসেম্বর (উত্তর গোলার্ধে) ২৪. দিবা-রাত্রি সমান--২১শে মার্চ এবং ২৩ সেপ্টেম্বর ২৫.১৯৬৯ সালের ২০ জনু প্রথম মানুষ হিসেবে চন্দ্র পৃষ্ঠে পা রাখেন নীল আর্মস্ট্রং মহাশুন্য যান অ্যাপোলো-১১ তে করে । ২৬.সূর্যগ্রহণ হয় > অম্যাবস্যা তিথিতে যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ থাকে ফলে চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে ২৭.চন্দ্রগ্রহণ হয় > পূর্ণিমা তিথিতে যখন সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী থাকে ফলে পৃথিবীর ছায়া চাঁদে পড়ে। ২৯. ইউরেনাসকে বলা হয় > সবুজ গ্রহ ৩০. সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ> নেপচুন ৩১.মঙ্গলের ২টি উপগ্রহ হল> ফোবোস ও ডিমোস ৩২.সৌরজগতের বৃহত্তম গ্রহ> বৃহস্পতি যা পৃথিবী থেকে ১৩০০গুন বড় ৩৩.পৃথিবীর জমজ গ্রহ > শুক্র ৩৪.সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে> ৮.২০মিনিট/৮.৩২মিনিট ৩৫.চাঁদ হতে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ১.৩ সেকেন্ড নিজের সুবিধামতো সময়ে পড়তে শেয়ার করে নিজের টাইমলাইনে রাখূন।
Posted on: Fri, 12 Dec 2014 14:51:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015