মাঝে মাঝে ভাবি আমাদেরি - TopicsExpress



          

মাঝে মাঝে ভাবি আমাদেরি দেশের salman khan এর মত অস্তির এতটা ট্যালেন্ট আর তার khan academy র মত unique and international standard non-profit educational site নামক অস্তির একটা চিজ থাকার পরেও বাংলাদেশের এডুকেশন সিস্টেমের কেন এই বেহাল দশা!!!? পড়ালেখাটা যে খুব একটা বোরিং চিজ না,এটা যে আনন্দের সাথেও করা যায়,সালমান স্যারের কাছ থেকে সে জিনিসটা শিখছি আমার কাছে আমার কাজিনরা অনেক সময় অনেক প্রব্লেম নিয়ে আসে,আমি যতটুক পারি সমস্যার সমাধান দিয়ে কাজিনদের বলি এই রিলেটেড খান একাডেমীর ভিডিও টিউটোরিয়ালগুলা একবার চোখ বুলিয়ে নিতে এরপর থেকে তারা আমার কাছে আর কোন সমস্যা নিয়ে আসে না,its the khan academy affect lol :v বিল গেটসের পোলাতো আর এমনি এমনি খান একাডেমীততে ডু মারে না বাংলাদেশের শিক্ষা ব্যাবস্তায় অনেক চেঞ্জ আসছে আগে মানুষ নকল করে এক্সাম দিতো,এখন এক্সামের আগের রাতে প্রশ্ন পেয়ে এক্সাম দেয় এটাই চেঞ্জ -_- আচ্ছা সমস্যাটা কোথায়? আমাদের এই প্রজন্ম কি মিস করছে??? আমি জানিনা তবে এতটুকু বলবো, চক,বোর্ড,ডাস্টার,টেক্সট বুক,গাইডের বুক,প্রাইভেট,কোচিংয়ের যুগ আর কতো? এক তরকারী আর কত খাব? lets try something new আচ্ছা.. এগুলার সাথে কিছু জিনিস এড করা যায় না? এবং এর থেকে কিছু জিনিস বাদ দেয়া যায় না? ইয়াপ করা যায় যেটা এড করা যায়.. ট্রাস্ট মি পুরা বাংলাদেশওয়াইড জাস্ট ইন্টারনেট বেসড এডুকেশন সিস্টেমটা আমাদের এডুকেশন সিস্টেমে ইঞ্জেক্ট করে দিতে হবে,বাকিটা সে নিজে করে নিবে আর কি জিনিস বাদ দেয়া যায়? উপরের জিনিসটা সঠিক জায়গায় ঠিকঠাক ইঞ্জেক্ট করতে পারলে ট্রাস্ট মি প্রাইভেট,কোচিং,নকল,প্রশ্নপত্র ফাসঁ এগুলা অটো বাদ হয়ে যাবে
Posted on: Mon, 04 Aug 2014 02:34:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015