মাননীয় শিক্ষামন্ত্রী - TopicsExpress



          

মাননীয় শিক্ষামন্ত্রী সমীপে, আপনার ব্যর্থতা ঢাকতে অনুগ্রহ করে ফেসবুক অথবা ফোন এর উপর দোষ আরোপ করবেন না । কিভাবে প্রশ্ন ফাঁস হচ্ছে আপনি জানেন যদি না জানেন তাহলে খুঁজে বের করা আপনার দায়িত্তের মাঝেই পরে । কোন কুচক্রী মহল এটা করছে তাঁদের শাস্তি অনতিবিলম্বে কার্যকর করুন । তা না হলে আমরা মেধাহীনতায় প্রথম স্থান অধিকার করব এবং সে দিন খুব দূরে নয় । আজ পি,এস,সি’র পরীক্ষা ছিল অথচ প্রশ্ন গতকাল সকাল ১০ টার পরেই সবার হাতে । বড়ই অদ্ভুত ! সেলুকাস ও বটে । একদা এক সময় আসবে আপনি আপনার নাতি-নাতনী অথবা পরবর্তী প্রজন্মের কাওকে জিজ্ঞাসা করলেন বলতো (a+b)2 এর সূত্র কি ? আপনার নাতনী উত্তর দিলঃএইটা তো প্রশ্নে ছিল না । আবার জিজ্ঞাসা করলেন “ আমার একটি কুকুর আছে ” এর ইংলিশ কি হবে ? আপনার নাতনীর এমন উত্তর হতে পারে যাতে করে আপনি কুকুরের নানা হয়ে যাবেন । So, you should take some steps to prevent this otherwise you should go to hell. তারপর মাননীয় নাও থাকতে পারে ।
Posted on: Sun, 30 Nov 2014 08:26:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015