মানুষ যে কি কি নিয়ে - TopicsExpress



          

মানুষ যে কি কি নিয়ে রিসার্চ করে তার শেষ নাই, মাথায় নষ্ট :D । যখন PhD করতে অস্ট্রেলিয়া গেলাম তখন প্রথম দিকে দেখি যা-ই করি না কেন তার পিছনেই Math. তখন আমাদের RUET এর আইনস্টাইন Sir কে অনেক মিস করতাম। আইনস্টাইন Sir কে চিনে না RUET এ এমন কাউকে পাওয়া যাবে না। তো Sir যখন RUET এ ক্লাস নিতে তখন সত্যি কথা বলতে কিছুই বুঝতাম না। সব মাথার উপর দিয়ে চলে যেত। Sir এর যে নলেজ, অসাধারন। Sir দেখতাম পারলে দুনিয়ার সব কিছুকেই Math এর Equation দিয়ে Represent করতেন। ঐ বুঝে হক আর না বুঝে হক পরীক্ষা দিয়ে আসতাম। কিন্তু PhD শুরু করার পরে থেকেই টের পেতে থাকি Sir আসলে সেদিন আমাদের কি করাতেন। আর মনে হত Sir এর কথা গুলো সেদিন যদি একটু মন দিয়ে শুনতাম। PhD এর দিন যত যেতে থাকে, Math তত মাথায় চেপে বসতে শুরু করে। তখন চিন্তা করতাম, ইশ আইনস্টাইন Sir কে যদি এসময় পেতাম, প্রান খুলে Math এর প্রবলেম গুলা বলতে পারতাম। সেই যে Math ভুগাচ্ছে, আজও সেই ভুগান্তি চলছে। আজকে Math-এ একটা Equation খুঁজতে গিয়ে এমন একটা Equation বের হইয়ে আসল যা নাকি ক্রিকেটের ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ব্যবহার করা হয়। এখানেও Math :( ? তারপর Duckworth Lewis Method লিখে সার্চ দিলাম। সব কাহিনী বের হওয়া শুরু হল। ব্যাপার যেটা ধরা পরল সেটা হল ডাকওয়ার্থলুইস পদ্ধতি একটি ভুল পদ্ধতি। কিভাবে ভুল সেটা প্রমান করার চেষ্টা করেছেন কিছু গবেষক। এর মধ্যে দেখি একজন আবার অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার Central Queensland University এর Rohan de Silva নামে একজন প্রফেসর। উনার মতে এ পদ্ধতি Mathematically incorrect and inherently biased। সেটা উনি প্রমান করেছেন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে খেলা দিয়ে। উনি প্রমান করেছেন যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যেকার ম্যাচে ইংল্যান্ড যদি ২য় ইনিংস batting করে তাহলে তারা সব সময় advantage পাই। কিন্তু অস্ট্রেলিয়া যদি যদি ২য় ইনিংস batting করে তাহলে তারা খারাপ অবস্থানে থাকে। তাহলে বিষয়টা দুই টিমের জন্য সমান সমান হল না। Mathematical equation, Graph দিয়ে উনি সেটা প্রমান করেছেন। এ নিয়ে কয়েকটা Journal ও পাবলিশ করেছেন। msme.us/2013-2-2.pdf লিঙ্ক-এ তার মধ্যে একটি পাওয়া যাবে। বাংলাদেশ এর খেলায় বাংলাদেশ কি Advantage পাই :( ?
Posted on: Thu, 10 Jul 2014 09:19:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015