মোবাইল ফোনের ব্যাটারি - TopicsExpress



          

মোবাইল ফোনের ব্যাটারি রক্ষায় ২০টি জটিল টিপস। ১) নতুন মোবাইল কিনে কম পক্ষে ৮-১০ ঘণ্টা চার্জ দিন। ২) খুব বেশী দরকার না হলে ভাইব্রেশন ব্যবহার করবেন না। ভাইব্রেশনের কারণে দ্রুত চার্জ ফুরায়। ৩) ব্যাটারির সম্পূর্ণ চার্জ শেষ হয়ে গেলে চার্জ দিন। ৪) ফুল চার্জ না হওয়া পর্যন্ত মোবাইল চার্জ দিন। ৫) মোবাইলের ব্রাইটনেস কমিয়ে রাখুন। ৬) অতিরিক্ত চার্জ ব্যাটারির জন্য ক্ষতিকর। ৭) সব সময় সেটের অরিজিনাল চার্জার ব্যবহার করুন। ৮) খুব বেশী দরকার না হলে ফোন রিস্টার্ট করবেন না। ৯) অকারণে ব্লু-টুথ অন করে রাখবেন না। ১০) নেটওয়ার্ক সিগন্যাল বারবার সার্চ করলেও বেশি ব্যাটারি ক্ষয়। সুতরাং এটি থেকে বিরত থাকুন। ১১) ঠাণ্ডা স্থানে মোবাইল ফোন রাখুন। অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রায়। বেশি গরম স্থানে মোবাইল ফোন রাখবে না। আমি একটা আইপিএস-এর ওপর ব্যাটারি রেখেছিলাম। পরে আমার ফোনের ১৩টা বাজছে। ১২) চার্জ থেকে খুলার জন্য আগে সকেট থেকে চার্জার খুলবেন তারপর মোবাইলের ক্যাবল খুলবেন । ১৩) চার্জের সময় মোবাইল অফ রাখা ভাল ( বিশেষ করে নতুন মোবাইলের জন্য ) । ১৪) ব্যাটারির আয়ু ১৫-৩০% থাকলে চার্জ দিবেন এর আগেও না পরেও না । ১৫) লম্বা সময় ধরে চার্জার লাগিয়ে রাখবেন না । আমারা অনেকেই রাতে ঘুমানোর সময় চার্জে দিয়ে ঘুমাই, এতে করে ফুল চার্জ হওয়ার পরও অনেকক্ষন চার্জার কানেক্ট থাকে । এ অভ্যাস ত্যাগ করুন, না হলে ব্যাটারির ক্ষতি হবে । ১৬) WiFi, Location Services, Bluetooth, কানেকশন মোবাইল নেট কানেকশন থেকে বেশী ব্যাটারি ব্যবহার হয় যদিও WiFi, Location Services, Bluetooth, কানেকশন অনেক যায়গায় সহজে ও বিনা পয়সায় ব্যবহার করা যায়। তাই নেহাত প্রয়োজন না হলে WiFi, Location Services, Bluetooth, কানেকশন বন্ধ করে রাখুন তাতে আপনার ব্যটারির লাইভ সেইভ হবে। ১৭) Wall paper যদি animated বা motion ওরিয়েন্টেড হয় তাহলে তা ডিজেবল করে রাখুন। ১৮) বিভিন্ন ব্যাটারি সাপোর্টেড ইউটিলিটি সফটওয়্যার ফ্রি পাওয়া যায় তা ব্যবহার করতে পারেন। ১৯) ডেইলি মেইলে প্রকাশিত এক রিপোর্টে জানা যায়, বিশেষজ্ঞদের মতে, স্মার্ট ফোনের ব্যাটারি ১০০% পর্যন্ত চার্জ করা ঠিক নয়! বরং এর চার্জ সব সময় ৪০-৫০% এর উপরে রাখার পরামর্শ দেয়া হয়েছে। অর্থাৎ, আপনার ফোনের ব্যাটারির চার্জ সবসময় ৪০-৮০ শতাংশের মধ্যে রাখলে সেটাই তার পারফর্মেন্সের জন্য সর্বোত্তম হবে। এমনকি ওয়্যারলেস চার্জিং এড়িয়ে চলার পরামর্শও দেয়া আছে এতে। ২০) আর সবার শেষে বলতে চাই, কথা কম বলুন। এতে টাকাও বাঁচবে। ব্যাটারির আয়ুও বাড়বে।
Posted on: Sun, 26 Jan 2014 15:40:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015