মিলাদ পড়লে যে ওহাবী - TopicsExpress



          

মিলাদ পড়লে যে ওহাবী পালায় এই কথাটার প্রমান ঈদের দিন হাড়ে হাড়ে পেলাম । ঈদের দিন জমিয়াতুল ফালাহ মসজিদের মাঠে আল্লামা জালালুদ্দিন আল কাদেরি র ইমামতি তে প্রায় এক লাখের মত মুসুল্লি নামাজ আদায় করে । নামাজ শেষ হলে খুৎবা দেয়ার পর মিলাদ ও কিয়াম করেন । এমন সময় আমাদের সাথে কিছু ওহাবি ছাগু ছিল আমরা মিলাদ পড়ছি তখন দেখি এককোনায় দুটি ওহাবি ছাগু মিলাদ না পড়ে বসে বসে আড্ডা দিচ্ছিল। আমি এটা দেখে তাদের হাতের ইশারা দিয়ে কথা না বলে মিলাদ পড়তে বললাম । এতে কাজ না হওয়ায় আমি ও আমার বন্ধু রা ওহাবি ছাগুদের দিকে কড়া চোখে তাকাচ্ছিলাম । এক পর্যায়ে দেখি ঐ দুটা ওহাবি দৌড়ে পালালো । আসলেই দেখলাম কি করে মিলাদ শুনে ওহাবি ছাগু রা দৌড়ে পালায়। ***ইফতেখার সম্রাট***মদিনা***
Posted on: Sat, 10 Aug 2013 20:46:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015