মালালা ইউসুফজাই। - TopicsExpress



          

মালালা ইউসুফজাই। মিডিয়ার বদৌলতে গোটা বিশ্বের সচেতন সমাজের কাছে সাম্প্রতিক সময়ে এমনই একটি আলোচিত নাম যে, এই মেয়েটির বাড়তি পরিচয় দেয়ার কোন প্রয়োজন নেই। গোটা পৃথিবীর আন্তর্জাতিক মেইনস্ট্রিম মিডিয়া থেকে নিয়ে শুরু করে বিভিন্ন দেশের স্থানীয় গণমাধ্যমেও এই মেয়েটির ঘটনাকে ফলাও করে প্রকাশ করা হয়েছে। শুধু প্রকাশই করা হয়নি; বরং এমন ভাবে প্রকাশ করা হয়েছে যেন মনে হয়েছে তার ঘটনাটি ইতিহাসের অত্যান্ত ন্যাক্কার জনক, বীভৎস, নারকীয়, নির্মম ও ভয়াবহ ঘটনা এবং এ ধরণের নিকৃষ্ট ও ঘৃণ্য সন্ত্রাসী কর্মকাণ্ড কেবল মানবতার শত্রু ‘মুসলমান সন্ত্রাসীদের’ পক্ষেই করা সম্ভব। একইসাথে অত্যন্ত নিখুতভাবে তুলে ধরা হয়েছে যে, নারী-শিশুদের প্রতি ধর্ম-বর্ণ নির্বিশেষে পশ্চিমারা এতটাই দরদী ও মমতাময়ী যে, পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলের একটি আহত মেয়ের আর্তনাদ তাদের ‘কোমল হৃদয়কে’ বিগলিত করে ফেলেছে, ক্ষতবিক্ষত করে ফেলেছে। তাদের পক্ষে কিছুতেই এ ঘটনা নিরব দর্শকের মতো তাকিয়ে দেখা সম্ভব হয়নি। তারা এতটাই দরদী, মমতাময়ী, ও দায়িত্বশীল যে তারা নিছক দায়সারা গোছের আর্থিক সাহায্য করেই চুপ করে বসে থাকতে পারেনি, তারা তার উন্নত চিকিৎসার জন্য বিশেষ এয়ার এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাকে যুক্তরাজ্যে নিয়ে গেছে। এরপরের ঘটনা সকলেরই জানা। পদ্মায় অনেক জল গড়িয়েছে এতো দিনে। মানবতার প্রতি তাদের এই ‘অসাধারণ মায়া মমতা ও দরদের জন্য’ তাদেরকে ধন্যবাদ না জানিয়ে নিজেকে অকারণ ছোট করার পক্ষে আমি নই। তবে আমি শুধু কয়েকটি বিষয় বিনয়ের সাথে আমার পাঠকদের কাছে তুলে ধরতে চাই।
Posted on: Fri, 11 Oct 2013 10:04:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015