মহাগুরু আন্ডার মেট্রিক - TopicsExpress



          

মহাগুরু আন্ডার মেট্রিক ভাইয়ের মতো অনেকে আছেন, যারা মাযহাব নাম শুনলেই ক্রিটিসাইজ শুরু করেন। মাযহাব নাকি মুসলিম উম্মাহকে বিভেদ সৃষ্টি করছে। কুরআনের বিভিন্ন আয়াত থেকে ওনারা দলিল দেন। আসলেই অল্প বিদ্যা ভয়ংকর, এগুলোই তার বাস্তব নমুনা। মনে রাখতে হবে, ইসলামের বিষয়গুলো দুই ভাগে বিভক্ত। আকায়েদ ও আহকাম। বা উসুলিয়াত ও ফুরুয়িয়াত। আকায়েদের ক্ষেত্রে কোনো তাকলীদ বা অনুসরণ করা যাবে না। শরীয়ত যেটা বলে,সেটাই। কারো অনুসরণ করা যাবে না। কারণ, পূর্ববর্তী উম্মতেরা তাদের ধর্মগুরুদের অন্ধ অনুকরণের জন্যই ধ্বংস হয়েছে (বাকারা)। আর এই ভাইয়েরা কুরআনের যে দলিল দেন, তা কেবল আকায়েদের ক্ষেত্রেই। আহকামের ক্ষেত্রে নয়। কিন্ত আহকামের ক্ষেত্রে তাকলীদ বা অনুসরণ (অন্ধ অনুসরণ নয়) খারাপ নয়। যেমন আমরা আমাদের পরিবার থেকেই নামায রোযা শিখেছি। ছোট বেলায় কিন্ত আমরা এগুলোর দলিল খুজতাম না। যাক,ভাইরা পারলে আমার এই পোস্টের জবাব দিবেন????? কুরআন থেকে দলিল : কুরআন হলো আমাদের কিতাব। এর ব্যাখ্যা হলো হাদিস। যাক, সুরা বাকারায় আছে, তালাকপ্রাপ্ত নারীরা স্বামীর ঘরে তিন ‘কুরু’ অবস্থান করবে। কুরআনে ‘কুরু’ শব্দটি ব্যবহার করা হয়েছে। এই ‘কুরু’ শব্দের দুটি অর্থ। 1. মেয়েদের মাসিক......2. মাসিকের পরের পবিত্রতা। এই দুটো অর্থই আরবে প্রচলিত ছিলো। ....দেখুন, কোনো সহীহ হাদিসে এই ‘কুরু’ শব্দের ব্যাখ্যা করা হয় নি। ব্যাস, এর আহকাম নিয়ে আবু হানিফা ও শাফেয়ীর মাঝে মতভিন্নতা দেখা দিলো। আচ্ছা, এবার আপনিই বলুন, আল্লাহ কি জানতেন না, এই শব্দটি নিয়ে পরে বিভেদ দেখা দিবে। তিনি কেন ‘হায়েয’ বা ‘তুহুর’ শব্দটি ব্যবহার করলেন না??? এই বিভেদের জন্য কি আল্লাহ দায়ী নন। তো কি জবাব দিবেন ভাইয়েরা???? হাদিস খেকে দলিল : একটা হাদিস আছে, রসূল (সা) সাহাবীদের বলেছিলেন, তোমরা বনী কুরাইজায় গিয়ে আসরের সালাত আদায় করবে (বুখারি)। পথিমধ্যে আসরের সময় হলে সাহাবীদের মাঝে বিতর্ক দেখা দেয়। এর প্রেক্ষিতে এক দল তখনি নামায পড়ে নেয়, অন্যদল সেখানে গিয়ে একদম শেষ সময়ে সালাত আদায় করে। পরে তাঁরা রসূলের কাছে বিচার দিলে, রাসূল উভয়কেই সঠিক বলে রায় দেন। দেখুন, এখানে তো স্পষ্ট যে একদল ভুল করেছে। তবে রাসূল কেন উভয়কেই ঠিক বললেন। নবীও কি বিভেদ চেয়েছিলেন?????? কেবল দুটো দলিল দিলাম। সাহাবীদের ঘটনা থেকে এখন দলির মওকুফ রাখলাম। দেখি আপনারা কি জবাব দেন??? টিভি দেখেই বিরাট মুসলিম ফকীহ হওয়া যায় না।
Posted on: Sat, 23 Nov 2013 16:35:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015