মুশফিকুর রহিমের - TopicsExpress



          

মুশফিকুর রহিমের অধিনায়কত্বে যে বাংলাদেশ মোটেও উপকৃত হচ্ছে না তার জলজ্যান্ত প্রমাণ ক্যারিবিয়ান সফর। নিজেরা ব্যাটে রান নেই। অধিনায়কত্ব দিয়ে দলকে অনুপ্রানিত করতেও তিনি চরমভাবে ব্যার্থ। মাঠে তার দল পরিচালনায় নেই কোন সৃজনশীলতার ছাপ। দলের ব্যার্থতায় তিনি শুধু দাঁত বের করে বোকার মত হাসেন! আর বুদ্ধিমানের মত নানা অজুহাত দাঁড় করান! এ অবস্থায় অধিনায়ক পরিবর্তন করাটা যেন বাধ্যতামূলক বাংলাদেশের জন্য। কিন্তু নতুন অধিনায়ক হবে কে? সাকিব আল হাসান এমনিতেই বিপদে আছেন। পাপন যতদিন বিসিবি প্রেসিডেন্ট আছেন, সাকিবের ক্যারিয়ার বাঁচানোই মুশকিল হয়ে পড়েছে। এ অবস্থায় বোর্ডও সাকিবকে অধিনায়ক করবে না, সাকিব নিজেও হবে না অধিনায়ক। তামিম ইকবাল নিজেই নিজেকে হারিয়ে খুঁজছেন! ব্যাটে রান নেই। বডি ল্যাংগুয়েজে লড়াই করার ক্ষমতা নেই। আত্মবিশ্বাস তলানিতে। তাকে অধিনায়ক করা মানে জেনেবুঝে আগুনে ঝাপ দেওয়া! মাশরাফি ভয়ানক ইঞ্জুরিপ্রবন। কোন সিরিজেই তিনি শতভাগ ফিট নেই। অভিজ্ঞতা দিয়ে টিকে আছেন দলে। এরকম ইঞ্জুরিপ্রবন প্লেয়ারকে অধিনায়ক করা ভয়ানক ঝুঁকিপূর্ণ। মাহমুদুল্লাহ রিয়াদের সামর্থ নিয়ে সবার মনেই প্রশ্ন আছে। নামে অলরাউন্ডার ; খেলায় তার কোন ছাপ নেই। এমন পারফরমারকে অধিনায়ক করা স্রেফ বোকামি ছাড়া কিছুই না। নাসির হোসেন স্টাইলিশ মানুষ। খেলার চেয়ে ইদানিং চুলের স্টাইল, টিভি বিজ্ঞাপন, সুন্দরী মডেলদের সাথে অভিনয়, ফেসবুক নিয়ে তিনি বেশি ব্যাস্ত। ব্যাটিংয়ে নতুন নতুন ট্যাকনিক নিয়ে পরীক্ষানিরীক্ষা করার চেয়ে নতুন নতুন সানগ্লাস আর হেয়ার জেল নিয়ে পরীক্ষানিরীক্ষা করাতেই তিনি বেশি ব্যাস্ত! এমন খামখেয়ালি ছেলেকে অধিনায়কের দায়িত্ব দেবেন? আনামুল হক এখনো বাচ্চা ছেলে। অধিনায়ক হওয়ার মত মানসিক ও শারিরীক - কোন শক্তিই তার নেই। সুতরাং, অধিনায়ক হিসেবে মুশফিকের উপরই আমাদের নির্ভর করতে হবে আরো বহুদিন। বাংলাদেশ ক্রিকেট অসহায়। এখানে মুশফিকের কোন বিকল্পই নেই! মুশফিক - পাপন জুটি এখন বাংলাদেশ ক্রিকেটকে কোথায় নিয়ে যান সেটাই দেখার!
Posted on: Sat, 23 Aug 2014 14:13:40 +0000

Trending Topics