যারা বিশ্বভারতীর - TopicsExpress



          

যারা বিশ্বভারতীর অভ্যন্তরীণ ছাত্রছাত্রীদের reservation সম্পর্কে নানারকম মন্তব্য করছেন তারা যাতে বিশ্বভারতী আর পাঁচটা বিশ্ববিদ্যালয় গুলির থেকে কোথায় আলাদা এবং পাঠভবন ও শিক্ষাসত্র এর ছেলেমেয়েদের শিক্ষা পদ্ধতিটি ঠিক কিরকম সে বিষয়ে সম্যক ধারণা রাখতে পারেন সেই উদ্দ্যেশ্যে এই post টি করা। “আশ্রমের শিক্ষা” যাতে প্রকৃতই “পরিপূর্ণ বিকাশের শিক্ষা” হয়ে উঠতে পারে তার জন্য পাঠভবন ও শিক্ষাসত্র এর ছেলেমেয়েরা আশ্রমসম্মিলনী ও শিক্ষাসত্র সম্মিলনী এর মধ্য দিয়ে নানারকম কাজকর্ম করে থাকে। সেই কাজকর্ম গুলি ঠিক কিরকম তা আপনাদের জানা প্রয়োজন বলে মনে করি। আপনাদের মূল্যবান সময়ের থেকে সামান্য সময় নষ্ট করে নীচের ছবিগুলি পড়বেন এই আশা রাখি। ছবিগুলি হল আশ্রমসম্মিলনীর লিখিত সংবিধান, এই সংবিধান অনুযায়ী পাঠভবনের ছেলেমেয়েরা কাজ কর্ম করে থাকে। একই ভাবে শিক্ষাসত্রে রয়েছে শিক্ষাসত্র সম্মিলনী। শিক্ষাসত্র সম্মিলনী এর কোনও লিখিত সংবিধান না থাকায় তা এখানে দেওয়া সম্ভব হলনা। নীচের ছবিগুলিতে যা লেখা রয়েছে তা যদি আপনারা পড়লেন তাহলে নিশ্চয় বুঝতে পারছেন যে পাঠভবন ও শিক্ষাসত্রের ছেলেমেয়েরা এমন অনেক কিছু করে যা অন্যান্য board এর ছেলেমেয়েরা করেনা। ফলে অন্যান্য board এর ছেলেমেয়েদের সাথে ইঁদুর দৌড়ে পিছিয়ে পড়ে তারা। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো যে অশ্রমসম্মিলনী এবং শিক্ষাসত্র সম্মিলনীতে ছেলেমেয়েরা যে কাজকর্ম করে তার evaluation এর কোনও জায়গা নেই এবং তাদের mark-sheet এও এসবের কোনও উল্লেখ থাকেনা। এই ছেলেমেয়েরাই স্নাতক এবং স্নাতকোত্তর শাখাতেও তাদের এই কাজকর্মের ধারাকে যতটা সম্ভব অব্যাহত রাখে। আর এখানেই বিশ্বভারতী আলাদা হয়ে পড়ে অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলির থেকে। প্রঙ্গত এটাও বলে রাখা ভালো যে স্নাতক এবং স্নাতকোত্তর শাখায় এই সব অভ্যন্তরীণ ছাত্রছাত্রীরা প্রথম সারিতেই থাকে। এখন প্রশ্ন হল এই সব ছেলে মেয়েরা “পরিপূর্ণ বিকাশের শিক্ষা” এর পথ বেছে নেবে নাকি শুধু মাত্র পুঁথিগত বিদ্যায় মনোনিবেশ করবে। কিন্তু এই প্রশ্নটা এখন আর করার সময় নেই তাদের কাছে কারণ আর তিন মাস বাদে তাদের দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা এবং ঠিক এই সময়েই একদিনের Academic Council এর meeting এ ঠিক হয়ে গেল যে বিশ্বভারতীতেই স্নাতক স্তরে ভর্তি হতে গেলে তাদেরকে compete করতে হবে অন্যান্য board এর ছেলেমেয়েদের সাথে যাদের শিক্ষা ব্যবস্থার সাথে পাঠভবন ও শিক্ষাসত্র এর শিক্ষা ব্যবস্থার কোনও মিলই নেই। হতে পারে UGC এর নিয়ম অনুযায়ী অভ্যন্তরীণ ছাত্রছাত্রীদের কোনও সংরক্ষণ থাকা চলবে না এবং বিশ্বভারতীকেও সেই পথেই হাঁটতে হবে। কিন্তু যে ছেলেমেয়েরা একাদশ, বা স্নাতক অথবা স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হওয়ার সময় একরকম নিয়ম এবং শিক্ষা ব্যবস্থা দেখে ভর্তি হয়েছিল, তাদের সাথে কোনোরকম আলোচনা না করেই কর্তৃপক্ষ তার সিদ্ধান্ত কে এই সব ছাত্রছাত্রীদের উপর চাপিয়ে দিলেন কীভাবে? এবার আপনার সুচিন্তিত উত্তরের অপেক্ষায় থাকলাম। পুনঃ ভারতবর্ষে আরো কিছু বিশ্ববিদ্যালয়ে ইস্কুল রয়েছে এবং সেই বিশ্ববিদ্যালয়গুলিতে অভ্যন্তরীণ ছাত্রছাত্রীদের জন্য reservation বর্তমান। এবং Academic Council এর সিদ্ধান্ত Delhi University এর model কে অনুসরন করে নেওয়া হয়েছে অথচ Delhi University তে কোনও ইস্কুল নেই। #bandh_bhenge_dao
Posted on: Sat, 29 Nov 2014 10:55:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015