যারা বন্ধুদের মিস কর - TopicsExpress



          

যারা বন্ধুদের মিস কর তাদের জন্ন। ।।। বন্ধু ছাড়া life impossible ।।।।।।;-) কোথায় তোরা ? অাজ বিকেলে অনেক কষ্টে সিড়ি বেয়ে ৫ তলার ছাদে উঠলাম , উদ্দেশ্য তেমন কিছু নয় গিয়ে বসে থাকব । কোন কাজ নেই , তো কি করব ? তাই ছাদে গিয়ে বসে থাকাই অামার একমাত্র গুরুত্বপূর্ণ কাজ । কিন্তু এই মানে তা নয় যে অামি শখ করে গিয়ে ছাদে বসে থাকি । অনেকটা বাধ্য হয়েই যাই , যদিও ছাদে যাওয়াটা আমাদের সমাজে মূলত মেয়েদের কাজই বটে । এখন যাওয়ার পেছনের কারনটা বলি , আমি মূলত এমন ছেলে নই যে ছাদে গিয়ে important বিকেল সময় টা pass করব । কিন্তু নিচে গিয়ে আমার কাজ কি ? কেউ যে নেই আমার এখানে । আমি সম্পূণই একা । কে আমার সঙ্গী হবে ওই ভাঙা পথের । সবে ৮ মাস হল ঢাকায় এসেছি । তেমন কোন বন্ধু কপালে জুটেনি , যে আমাকে সময় দিবে । আমার সাথে কথা বলবে , একটু হাসি ঠাট্টা করবে । এখানের সবাই নিজেকে নিয়ে ব্যাস্ত , অন্যকে দেখার সময় কোথায় । রাজধানী বলে কথা । খেলাধূলা পযর্ন্ত করতে পারি না । কে খেলবে এই অচেনা বালকের সাথে । বিকেলে রাস্তায় একা হাটব ! তা প্রায় অসম্ভব । চারিদিকে পিপীলিকার মত শুধু মেয়ে আর মেয়ে । তাই না হাটাই শ্রেয় ও বুদ্ধিমানের কাজ । তাই বলাযায় বিপাকে পড়েই ছাদে ওঠি । ।। আজ বিকেল ৫ ঘটিকায় ছাদে পদচারণ করার জন্য গেলাম ।ছাদের এক কোনে একটি সরকারি ভাঙা টুল দেখতে পেয়ে এটাকেই রাজাসন ভেবে পশ্চাৎ অংশ রেখে আড়াআড়ি ভাবে বসলাম । হাতে মোবাইল ছিল তাই একটা গান ছেড়ে দিলাম । গানের সেই কি করুণ সুর । আজ আমার মন আর গানের কথাগুলো যেন এক সুরে গাথা । খোলা জানালা দক্ষিণের বাতাসে থেকে যায় পরদার আরালে , , ,,, হঠাত করেই একটা দমকা হাওয়া মুখে এসে লাগল । আকাশ পানে চেয়ে দেখি পাখির দল গুলো সব নিড়ে ফিরে যাচ্ছে । সূরয টা বেশি বড় হয়ে গিয়েছে , অস্ত দিগন্তে হেলে পড়ার পরও যেন অন্তিম উজ্বল । হঠাত মনে পড়ে গেল জীবনের পূর্ব পাড়ের কথা । এমন বিকেল আমি আরও দেখেছি , কিন্তু এভাবে নয় । বন্ধু দের সাথে আড্ডায় দেখেছি , খেলা শেষে বাড়ি ফেরার পথে দেখেছি , বন্ধুদের সাথে ঝগড়ার সময় দেখেছি , বন্ধু কে সাহায্ের হাত বাড়ানোর সময় দেখেছি । কিন্তু আজ যেন আমি পরবাসি । বন্ধু বলতে আর আমার কেউ রইল না । এই পাখিরাও নিড়ে ফেরে দল বেধে ।আমি যেন আজ অস্তমিত মার্তন্ড ঐ দেবানলের মত । সেও আজ একা অস্তমিত হল , আমিও একা পড়ে রইলাম । প্রতিদিন এভাবেই যায় । আসলে একজন মানুষের জীবনে বন্ধুর গুরুত্ব কতটুকু , তার সর্বস্বই আমি প্রত্যক্খ করেছি । প্রতিটি পদে পদে তা টেরও পেয়েছি ও পাচ্ছি । জীবন টা যেন স্তব্ধ হয়ে যায় । মন চায় যেন ছুটে যাই সেই কর্ণফুলীর তীরের কলনীতে । আবার একটু আড্ডা দেই , কথা বলি । হোক তা দুঃখের তবুও যেন অমৃত বাণী । আমারও এখন খেলতে ইচ্ছে হয় তোদের সাথে । খেলা যতটুকুই পারি , তবুও মনে হয় একটু খেলি । জোর করে bating এ আগে নামা , বলিং করা সবই এখন স্মৃতির পাতায় । মহাকালের অতল গহ্বর এ তলিয়ে গিয়েছে । কখনও কি তা ফিরে পাব আবার ?? খালি মনে প্রশ্ন জাগে , তোরা সবাই কোথায় ? আমি এক জলন্ত শহরে !!! দোস্তরা , admission exam এর পর তোমরা সবাই দয়া করে reunion হয়ো ।। যদি তোমাদের মন বন্ধুর জন ন এতটুকু কাদে
Posted on: Thu, 04 Sep 2014 04:06:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015