যারা বলে বিদ্যুৎ খাতের - TopicsExpress



          

যারা বলে বিদ্যুৎ খাতের উন্নয়ন, বিতরণ এবং রক্ষণাবেক্ষণে এই সরকারের কোন অবদান নাই তাদের কাছে কিছু জিজ্ঞাসা--- ১) ১ কোটি এনার্জি সেভিং বাল্ব বিনামূল্যে জনগণের মাঝে কোন সরকার বিতরণ করেছে, যার বর্তমান মূল্য ২৫০ কোটি টাকা? এবং যার ফলে দেশের ৭৫% বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। ২) দেশের ৩৫০০০ টা মোবাইল বেইজ স্টেশনে ২৪ ঘণ্টা ধরে চলা এসি সরিয়ে সেখানে ইনডাচট্রিয়াল কুলিং ফ্যান ব্যাবহার করে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করার ব্যাবস্থা কোন সরকার করেছে? ৩) প্রি-পেইড মিটার ব্যাবহার করে বিদ্যুৎ চুরি রোধ করার কোন সরকারের প্রকল্প? ৪) ঠিক ৪ বছর আগে দেশে বিদ্যুৎ ব্যাবহার কারির সংখ্যা ছিল ৪০%, ঠিক ৪ বছর পরে দেশে এখন বিদ্যুৎ ব্যাবহার কারির সংখ্যা এখন ৬৫%, এই যে অতিরিক্ত ২৫% মানুষ বিদ্যুৎ ব্যাবহার শুরু করছে এইটা কোন সরকারের অবদান? ৫) বিদ্যুৎ উৎপাদন ১৩০% বৃদ্ধি করে দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান দেবার চেষ্টা করা এইটা কোন সরকারের অবদান? ৬) বেসরকারি ভাবে বিদ্যুৎ উৎপাদনের জন্য ছোট এবং মাঝারি যন্ত্রাংশের উপর কর প্রত্যাহার, ভর্তুকি প্রদান কোন সরকারের অবদান? ৭) বেসরকারি ভাবে কারখানায় ব্যাবহার করার জন্য সরবচ্চ ৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য অনুমতি প্রদান করা কোন সরকারের পরিকল্পনা? ৮) বাসা বাড়িতে সোলার ব্যাবহারের উপর গুরত্ত আরোপ করানোর জন্য বাধ্যতামূলক সোলার প্রকল্প চালু করা কোন সরকারের গৃহীত পদক্ষেপ? ৯) বিদ্যুৎ বিতরণ কেন্দ্র গুলোর চুরি রোধ কল্পে "ন্যাশনাল লোড ডিসপাশ সেন্টার" তৈরি করে বিদ্যুতকে কেন্দ্র থেকে সুষম বণ্টন করার প্রকল্প কোন সরকারের অবদান? ঢাকায় আফতাব নগরে গিয়ে একটু দেখে আসেন দরকার হলে। ১০) সর্বোপরি দেশের বিদ্যুৎ সমস্যা লাঘবের জন্য তিন স্তর বিশিষ্ট পরিকল্পনা গ্রহণ কোন সরকারের অবদান? স্বল্প, মধ্য এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনার অধিনে ২০৩০ সালে্র মধ্যে বাংলাদেশ ৩৪০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে যা আগে স্বপ্নই ছিল। কাওকে শুধু সমালোচনা করার জন্য সমালোচনা নয়, চোখ থাকতে অন্ধ হয়ে নয়, নিজে বুঝে শুনে এরপর কথা বলুন যে সরকার আসলেই কিছু করেছে কিনা? বিদ্যুৎ খাত নিয়ে বর্তমান সরকার সবচেয়ে বেশী সমালোচিত হয়েছিল, কিন্তু বেলা শেষে দেখা যায় এই বিদ্যুৎ খাতেই সরকার সবচেয়ে বেশী সফল। কারণ, কৃষি, জিডিপি যাই বলেন না কেন? সব কিছু তো এই বিদ্যুতের উপরই নির্ভর করে। আসুন দেশের মানুষের মাঝে বিদ্যুতের আলো পৌছে দেই। কাওকে অন্ধকারে রাখার অধিকার আমার নাই।
Posted on: Fri, 06 Sep 2013 03:57:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015