যারা ভারত কে - TopicsExpress



          

যারা ভারত কে ভালোবাসেন তারা এটা যেন পরেন আজ 6 ডিসেম্বর, 2014- বাইশ বছর আগে আজকের দিনে বাবরি মসজিদ ধ্বংস করেছিল হিন্দুবাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। আজ তাই সেক্যুলার পার্টিরা কালো দিবস পালন করবে। এই ঘটনা কতটা নিন্দনীয ছিল তা জনগণের সামনে তুলে ধরার জন্য প্রচুর মানবতাবতাবাদী বিদ্বজনেরা রযেছেন। আমি শুধু কযেকটি তথ্য দিতে চাই। 29 September, 2010 তারিখে মহামান্য Allahabad High Court রায দিযেছিল অযোধ্যার বিতর্কিত ভূমি নিঃসন্দেহে রামের জন্মভূমি এবং বাবরি মসজিদ নির্মিত হযেছিল বহুকাল পরে। তাই আদালত বিবাদিত জমিটিকে তিনটি অংশে ভাগ করে হিন্দু, মুসলিম ও নিরমোহী আখরার মধ্যে বন্টন করে দেওযার প্রস্তাব করে। কিন্তু মুসলিম পক্ষ সমস্ত জমিটি তাদের নিজেদের দাবী করে এবং হাইকোর্টের রাযে অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্টে মামলা করে। নিচে proof দিলাম। hindustantimes/india-news/ disputed-site-in-ayodhya-is-ram-s-birthplace-h igh-court/article1-606452.aspx আবার এদিকে বাবরি মসজিদ মামলার প্রধান মামলাকারী জনাব হাশিম আনসারি সম্প্রতি সংবাদ মাধ্যমকে বলেছেন, তিনি মামলা প্রত্যাহার করে নিতে চান। 93 বছর বযসী হাশিম আনসারি বলেছেন, জীবনের শেষ প্রান্তে এসে পৌছে আমি যতটুকু বুঝেছি রামমন্দির আর বাবরি মসজিদ নিযে সবাই নিজেদের নোংরা রাজনীতির খেলা খেলছে। কংগ্রেস মুসলিম ভোট পাওযার জন্য বিনা কারণে মুসলমানদের মধ্যে মোদী সম্পর্কে আতঙ্কের সৃষ্টি করছে। আমি আন্তরিক ভাবে রামলালাকে আজাদ দেখতে চাই। রাম এর জন্মভূমিকে তার হাতে সমর্পন করা হোক। আমার হাতে সময খুব কম। মৃত্যুর আগে এই সমস্যার সমাধান দেখে যেতে চাই। proof : news18/news/uttar-pradesh/ lucknow/set-ram-lalla-free-oldest-litigant- hashim-ansari-ready-to-withdraw-babri-masjid- plea-650723.html indiatoday.intoday.in/story/oldest-plaintiff- in-ayodhya-case-hashim-ansari-says-he-is-dis gusted-with-the-politics/1/405029.html
Posted on: Sat, 06 Dec 2014 10:48:39 +0000

Trending Topics



To Presidential Goodluck Jonathan I challenge you
So I thought having earphones in is a clear indication that you
EVLİLİK TEKLİFLERİ ORGANİZASYON; - Romantik evlenme
Join our team of Motivated Men and Women who are Getting
The Extreme Lean 60 Programme is for ANYONE to get into serious
#PeshawarAttack #ISIS #Mullah #Omar #AntiChrist #Daesh #Taliban
I hear so many people talk about wanting to lose weight and get

Recently Viewed Topics




© 2015