যদি কেউ এই টিপসটি জেনে - TopicsExpress



          

যদি কেউ এই টিপসটি জেনে থাকেন তাহলে দয়া করে কোন খারাপ মন্তব্য করবেন না এই পোস্টটি যারা জানেন না তাদের জন্য Windows 8 এ .Net Framework 3.5 সাধরনত অনলাইন এ ইনস্টল করতে হয় তবে আপনারা চাইলে অফ লাইন এ ও .Net Framework 3.5 ইনস্টল করতে পারেন ১.প্রথমে আপনার অরিজিনাল Windows 8 এর cd আপনার কম্পিউটার এ প্রবেশ করান ২.আপনার মাউস কার্সরটি স্টার্ট মেনুর উপর নিয়ে মাউসের রাইট ক্লিক করুন এবং "Commad Prompt (Admin) " সিলেক্ট করুন ৩.এবার নিচের কোডটি কপি করে cmd তে পেস্ট করুন এবং এন্টার চাপুন dism.exe /online /enable-feature /featurename:NetFx3 /All /Source:F:sourcessxs /LimitAccess ৪.কিছুক্ষণ অপেক্ষা করুন এটা ইনস্টল হতে প্রায় ১০-১৫ মিনিট সময় নিবে তাই ধৈর্য্য ধরে একটু অপেক্ষা করুন ইনস্টল হয়ে যাওয়ার পর নিচের মতো দেখতে পাবেন এবার আপনি চাইলে যেসব সফটওয়ার চালাতে .Net Framework 3.5 লাগে সেসব সফট চালাতে পারবেন নোট :১.উপরোক্ত কোডটি খেয়াল করুন /Source:F: এখানে F: এর জায়গায় আপনার ডিভিডি ড্রাইভ এর ঠিকানা দিন আপনার ডিভিডি ড্রাইভ যদি k ড্রাইভ হয় তহলে এরকম লিখুন /Source:K: কোনো সমসসা হলে কমেন্ট করে জানাবেন
Posted on: Sat, 21 Sep 2013 18:34:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015