রাষ্ট্রীয় চিকিৎসা - TopicsExpress



          

রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের কার্যালয় অবরোধ প্রস্তাবিত প্যারামেডিকেল শিক্ষাবোর্ডের পরিবর্তে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠনসহ দশ দফা দাবী বাস্তবায়নের লক্ষে্য বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ এর সচিব বরাবর BMTPSA এর স্বারকলিপি প্রদান এবং বিক্ষোভ সমাবেশ। অদ্য ২৩/১১/২০১৪ইং রোজ রবিবার সকাল ৯.০০ ঘটিকায় বিএমটিপিএসএ এর আহব্হানে ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি (আই এইচ টি), মহাখালী, ঢাকা এর শিক্ষার্থীরা প্রস্তাবিত প্যারামেডিকেল শিক্ষাবোর্ড এর পরিবর্তে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠনসহ দশ দফা দাবীতে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ এর সচিব বরাবর স্বারকলিপি প্রদান এবং বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশটি বাংলাদেশ মেডিকেল টেকনোলজী এন্ড ফার্মেসী স্টুডেন্টস এসোসিয়েশন-BMTPSA এর আহব্হায়ক জসিম উদ্দিন (জনি) এর সভাপতিত্বে এবং সদস্য সচিব হেদায়তুল ইসলাম (শিবলী) এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। ঢাকা আই এইচ টি হতে পাঁচ শতাধিক শিক্ষার্থী সকাল ৯.০০ ঘটিকায় বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের কার্যালয় বিজয়নগরে উপস্থিত হয়। এ সময় সচিব উপস্থিত না থাকায় তিনি না আসা পর্যন্ত শিক্ষার্থীরা কার্যালয়ের মূল ফটকে অবস্থান নেয়। দাবী পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবস্থান করার সিদ্ধান্ত নেয় এবং এ সময় নানা স্লোগান এর মাধ্যমে তাদের দাবী জানায়। সকাল ১১.৪৫ মিনিটে সচিব মহোদয় কার্যালয়ে উপস্থিত হলে বিএমটিপিএসএ এর আহব্হায়ক এবং সদস্য সচিবসহ অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ সচিব বরাবর তাদের দশ দফা দাবীসহ একটি স্বারকলিপি পেশ করেন। আগামী ২৫/১১/২০১৪ তারিখের মধ্যে তা বাস্তবায়নের জোর দাবী জানান এবং নির্দিষ্ট সময়ের মধ্যে দাবী মেনে না নেওয়া হলে, কঠোর কর্মসূচীর মাধ্যমে দাবী বাস্তবায়ন করা হবে বলে উল্লেখ করেন। বেলা ১২.৩০ মিনিটে শিক্ষার্থীদের চাপের মুখে সচিব নিজে এসে প্যারামেডিকেল শিক্ষাবোর্ড এর পরিবর্তে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করার আশ্বাস জানান। এরপর শিক্ষার্থীরা আগামী ২৫/১১/২০১৪ তারিখ পর্যন্ত তা বাস্তবায়নের সময় বেধে দিয়ে দাবীসমূহ না মেনে নিলে কঠোর কর্মসূচীর হুমকী দেয়। ছাত্র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আহব্হায়ক জসিম উদ্দিন (জনি), সদস্য সচিব হেদায়তুল ইসলাম (শিবলী), যুগ্ন আহব্হায়ক সারোয়ার হোসেন,মো: শাহ আলম (শাকিল), সহ সদস্য আমিনুল ইসলাম, সাদ্দাম হোসেন, উত্তম কুমার, জিলানী, রানা, নাজমুল আহসান,মো: কামরুল হাসান, আব্দুর রাজ্জাক, শ্যামল সরকার, সাখাওয়াত হোসেন চৌধুরী (ইমন), মো: মামুনুর রশিদ, আবুল খায়ের শিপন, আবু বক্বর (হুমায়ূন), কাওসার আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এডমিন: Emon Chowdhury কেন্দ্রীয় সংসদ, বিএমটিপিএসএ, ঢাকা ।
Posted on: Sun, 23 Nov 2014 16:26:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015