রাসুলু্ল্লাহ (সাঃ) - TopicsExpress



          

রাসুলু্ল্লাহ (সাঃ) একদিন মসজিদে নববীতে বসেছিলেন, তখন এক সাহাবী এসে বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমি ক্ষুধার কারণে সোজা হয়ে দাড়াতে পারছি না, তারপর সে সাহাবী নিজের কাপড় সরিয়ে দেখালেন যে তার পেটের উপর পাথর বাধা রয়েছে। রাসুলুল্লাহ (সাঃ) তখন নিজের কাপড় একটু সরালেন এবং সে সাহাবীকে বললেন, হে আমার সাহাবী, দেখ, তোমার পেটে একটি পাথর বাধা রয়েছে আর আমার পেটে দুটি পাথর বাধা রয়েছে। রাসুলুল্লাহ (সাঃ) কখনো বিলাসিতা করেননি এজন্য যে তিনি ভাবতেন আমি যদি বিলাসিতা করি তাহলে তো আ উম্মত আরো বেশী বিলাসিতা করবে। আহা! আমরা কোথায় আছি আর কী করছি। ## আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন ইসলামের শাশ্বত বাণী। হৃদয় থেকে হৃদয় উদ্ভাসিত হোক ঈমানের আলোকচ্ছটায়।
Posted on: Mon, 07 Oct 2013 13:10:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015