শীত আসছে তো...! বলতে গেলে - TopicsExpress



          

শীত আসছে তো...! বলতে গেলে চলেই এলো...,এখন নানা জনের নানা ইচ্ছের কথা শুনবো..., কারো বিয়ে করতে মন চাইবে...,কারো বনভোজনে যাবার আয়োজন চলে..., আর শীতের নতুন মডেলের জামা কিনার ধুম তো চলবেই...,। চলুক...সব চলুক...নো সমস্যা,...। তবে ঐ যে যাদের শীত এলেই গরম জামার চিন্তায় বিয়ে আর বনভোজনের চিন্তা মাথায় ঢুকতে পারে না..., শুধুই শীতকে জয় করার চিন্তায় চোখে ঘুম ধরে না...,তাদের কথাটা যদি একটু চিন্তা করি তাইলে মনে হয় আমাদের শখ আহ্লাদের তেমনে একটা বিসর্জন দিতে হয় না..., রাতে যাদের মাথার উপরে ছাদ থাকে না আমি তাদের কথাই বলতে চাচ্ছি...,বনভোজন আর মডেল মার্কা জামা কিনেও সেই সকল বাচ্চা বাচ্চা ছেলে-মেয়ে গুলোর জন্য কিছু একটা করা যায়..., ইভেন্ট খুলে...,গ্রুপ করে...,অনেক বড় একটা এমাউন্ট করতে করতে যদি শীতের অর্ধেকটা সময় তাদের কষ্ট পেতে হয় তাইলে আর লাভটা কি হল..., তাই হাতের কাছে যা আছে তা দিয়েই যদি কিছু একটা করি তাতেই মনে হয় ব্যাটার হয়...,বড় এমাউন্টের চিন্তা না হয় তার পরেই করা যাক...।
Posted on: Wed, 19 Nov 2014 16:53:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015