==== শেষ পর্যন্ত আপনিও - TopicsExpress



          

==== শেষ পর্যন্ত আপনিও জঙ্গিবাদী.....!==== প্রসঙ্গঃ- জঙ্গিবাদ ★ ইসলামপন্থীদের বিশ্বাসকে জঙ্গিবাদ বলে অভিহিত করা হয়। যদিও জঙ্গিবাদ বলে কোন মতবাদ আছে বলে আমার জানা নেই। ★ জঙ্গি শব্দের অর্থ আমরা কমবেশি সবাই জানি। > ইংরেজি Militant শব্দের বাংলা অর্থ করা হয়েছে জঙ্গি। > অক্সফোর্ড ডিকশনারীতে Militant শব্দের যে অর্থ প্রকাশ করা হয়েছে তা এই, ‘using or willing to use, force or strong pressure to achieve your aims, especially to achieve social or political change’ > অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী কর্তৃক সম্পাদিত বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত অভিধানে Militant শব্দের অর্থ করা হয়েছে, ‘যুদ্ধের জন্য প্রস্তুত, শক্তি বা জোড়ালো চাপ-প্রয়োগে নিয়োজিত বা এর সমর্থক, যুদ্ধংদেহি, জঙ্গি’। ★ জঙ্গি এবং জঙ্গিবাদ দুটি সম্পূর্ণ আলাদা জিনিষ। ★ ইসলামপন্থীদের ‘জঙ্গীবাদ’ বলে অভিহিত করা সম্পূর্ণই হীন উদ্দেশ্য প্রণোদিত। ★ যে মতবাদের কোন অস্তিত্ত্বই নেই সেই মতবাদকে কোন গোষ্ঠির প্রতি প্রয়োগ করা সম্পূর্ণই বেআইনি এবং অসৎ উদ্দেশ্য প্রণোদিত। ★ উপরে অভিধানে জঙ্গি শব্দের যে অর্থ বলা হয়েছে তাতে দেখা যাচ্ছে, বিশেষভাবে সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের জন্য যে বল প্রয়োগ করা হয় তাকেই জঙ্গি তৎপরতা বলা হয়। এ ক্ষেত্রে যারাই সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের জন্য বল প্রয়োগ করবে তারাই জঙ্গি হিসাবে চিহ্নিত হবে। ★ এখানে গনতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা বা ইসলামের মধ্যে কোন প্রকার পার্থক্য করা হয়নি। > তাহলে শুধু ইসলামপন্থীদের গায়ে জঙ্গি তকমা এঁটে দেওয়ার উদ্দেশ্য যে হীন তা বলার অপেক্ষা রাখে কি? ★ যারাই হরতাল,অবরোধ, ঘেরাও ইত্যাদি কর্মসূচীর নামে বল প্রয়োগের আশ্রয় নেয় তারাই জঙ্গি তৎপরতায় লিপ্ত থাকে। > একদল হরতাল বা এ জাতীয় অন্যান্য কর্মসূচী সফল করার নামে যে বল প্রয়োগের ঘটনা ঘটায় তারা যেমন জঙ্গি, তেমনি হরতালকে রুখে দেওয়ার জন্য বা তা বানচাল করার জন্য যে বল প্রয়োগের ঘটনা ঘটানো হয় তাও জঙ্গি কর্মকান্ড। ★ সুতরাং যাদের কর্মকান্ড জঙ্গি শব্দের অর্থের সাথে মিলে যাবে তারাই জঙ্গি হিসাবে চিহ্নিত হবেন। == এখানে ইসলামপন্থীদের আলাদাভাবে জঙ্গি অভিহিত করার কোন সুযোগ নেই। ==== So বুঝার চেস্টা করুন---
Posted on: Sat, 25 Oct 2014 16:03:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015