*শফিয়ুল আলম প্রধান - TopicsExpress



          

*শফিয়ুল আলম প্রধান বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিল। একটি খুনের মামলায় আসামি হিসেবে বঙ্গবন্ধু তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করেছিলেন। এই মামলায় তার যাবজ্জীবন জেল হয়েছিল। মুজিব হত্যার পর জিয়া ক্ষমটায় এসে তাকে মুক্ত করে দেন এখন সে ১৮ দলের নেতা। *সন্ত্রাসের অভিযোগ থাকায় শামিম ওসমান ও জয়নাল হাজারিরা আওয়ামিলীগে উপেক্ষিত। *বিশ্বজিৎ হত্যায় জড়িতদের গ্রেফতার করে বিচার করছে সরকার । *রানা প্লাজার ঘটনায় রানাকে সেফ করার কোনো চেষ্টা না করে তাকে গ্রেফতার করেছে সরকার। *সাম্প্রতিক CRB ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের এক সহ সম্পাদক কে বরখাস্ত করেছে কেন্দ্রীয় কমিটি। তাকে সহ মোট ৪০ জনকে এই পর্যান্ত গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা গুলো থেকেই বুঝা যায় দলীয় কর্মীদের অপরাধকে বিচার হীনতার চাদরে ঢাকা দেয়ার প্রবণতা কখোনোই আওয়ামীলীগের ছিল না। তার পরেও এই ব্যাপার নিয়ে দেয়া আমাদের ভোরের পোষ্টে যারা বিশ্রী মন্তব্য করেছেন তারা বলবেন কি, বুয়েট ছাত্রী সানি হত্যাকারী ছাত্রদল নেতাদের বি.এন.পি সরকার গ্রেফতার করেছিল কি???বিচার করেছিল কি?? তাই আমরা আবার বলবো এবং গর্ব করেই বলবো আমাদের নেত্রী দুষ্টের দমন ও শিষ্টের লালনের রাজনীতিতে বিশ্বাস করেন ।
Posted on: Tue, 25 Jun 2013 15:52:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015