শবিপ্রবিতে ২০১৪-১৫ - TopicsExpress



          

শবিপ্রবিতে ২০১৪-১৫ সেশনের পরবর্তী ভর্তির তারিখ ৩১ডিসেম্বর, ২০১৪ রোজ বুধবার। সকাল ৯টা হতে শিক্ষা ভবন এ (A) এর মিনি অডিটোরিয়ামে। ভর্তির বিস্তারিত পদ্ধতিঃ goo.gl/lNzIJV বি ইউনিট গ্রুপ১ ও গ্রুপ২ মিলিয়ে সীট ফাঁকা ১৪টি। তাই গ্রুপ১ অপেক্ষমান ৮০১ থেকে এবং গ্রুপ২ অপেক্ষমান ৬০১ থেকে যারা আছে, তাদের কন্টাক্ট নাম্বারে ফোন করে সীট কনফার্ম করা হবে। তাই সবার ভর্তির সময় যে কন্টাক্ট নাম্বার দেয়া হয়েছিল তা খোলা রাখতে বলা হল। তবে যেহেতু এখন পর্যন্ত ৫০ এর অধিক ভর্তি বাতিল হয়েছে এবং পরবর্তীতে আরও হতে পারে, তাই ৭৫-১০০ জনের মতো শিক্ষার্থীকে ফোনের মাধ্যমে ভর্তির জন্যে কনফার্ম করা হবে। এবং পরবর্তীতে সবার মোবাইলে এসএমএস ও ওয়েবসাইটে নোটিস আকারেও দেয়া হবে। গ্রুপ ১ এর সাবজেক্ট Geography and Environment (GEE) গ্রুপ ২ এর সাবজেক্ট Forestry and Environmental Science (FES)
Posted on: Fri, 26 Dec 2014 14:39:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015