সেদিন এর প্রকৃত ঘটনা____ - TopicsExpress



          

সেদিন এর প্রকৃত ঘটনা____ আমি শহিদুল্লাহ হলের একজন ছাত্র হিসাবে সেই দিনের ঘটনার জন্য দুঃখিত। কিন্তু কিছু কথা না বললেই নয়।শহিদুল্লাহ হলে ১মাসে যে পরিমান বহিরাগত লোক আসে তা শুধু ঢাবির না বাংলাদেশের আর কোন হলে ১বছরে আসে কিনা আমার সন্দেহ আসে। প্রশ্ন হল কেন আসে? আমাদের হল সুন্দর বলে!! নাকি সুন্দর ১টা পুকুর আছে বলে?? আসল কারন এই হলের পরিবেশ যে কোন হলের থেকে আলাদা, এই হলে মেয়েদের কোন রকম #Disturb করা হয় না, সবাই খুবই নিরাপদে এই হলের সুন্দয উপভোগ করতে পাড়ে। ্প্রধান কারন হল এই হলের ছাত্ররা যারা সবার সাথে বন্ধুত্বপূন ব্যবহার করে এবং এই হলের পরিবেশ যাতে ভাল থাকে সেইদিকে তারা সবসময় সজাগ থাকে। আমরা চাই আমাদের হলে মানুষ আসুক, তারা তাদের সুন্দর সময় কাটাক কিন্তু আমাদের হলের পরিবেশ নষ্ট করার কোন অধিকার কারও নাই। আমাদের সামনে আমাদের হলের পরিবেশ #hotal বা #জিয়াউদ্দ্যান বানাবে আর আমরা চুড়ি পরে বসে থাকব??? একজন লিখছে পতিতা হলেও নাকি তাকে কিছুই বলা উচিৎ না। ঐ সুশীলদের বলতেছি এটা ১টা হল, এটা নষ্টামির জায়গা না। এখানে ভদ্র মানুষ থাকে। যাদের কোন ছেঞ্চ নাই যে কোথায় কি করতে হয় তারা দয়া করে আমাদের হলে আইসেন না। কথিত ফটোগ্রাফার ও তার ভাগ্নিরা আমাদের পুকুরপাড়কে #POND_BEACH ভাবছিল!! তারা কানাডার beach এর মত হাত পা ম্যাসেজ করতে ছিল। ঐ সুশীলদের বলতেছি ভাই পুকুর পাড়ে ১টা ছেলে মেয়েদের হাত পা ম্যাসেজ করে দিলে আপনাদের সমস্যা না থাকতে পাড়ে কিন্তু আমাদের আছে। তাদের ভদ্র ভাষায় মানা করার পড়ও তাদের আচারন ভাল করা তো দুরের কথা উল্টা বকা দিতে ছিল,শুধু বকা না এক পর্যায়ে সবার সামনে ১টা মেয়ে হলের ১টা ছেলে চড় মারে। ঘটনার ১ পর্যায়ে কথিত ফটোগ্রাফার তখন নিজেকে নায়ক ভেবে ছেলেদের সাথে লাগতে আইছে...আর তার সাথে বিদেশ থেকে ট্রেনিং প্রাপ্ত তার ভাগ্নি...ফলাফল তাদের পক্ষে যাই নাই। মেয়েটা গর্তে পরে তার জামা ছিড়ে গেছে। যদিও নির্লজ্জের মত fb তে তা upload করে বেশ কিছু #like আর মানুষের সমবেদনা পাইছে।আর এখন কিছু পত্রিকা তো আছেই তিলকে তাল বানানোর জন্য। তারা লিখছে ঢাবিতে এগুলো কি হচ্ছে??!!!?? গত ৬টা বছর ঢাবি ইতিহাসের অন্যতম ভাল সময় কাটাইছে তো তাই তাদের সহ্য হচ্ছে না।। পরিশেষে ঐ সুশীলদের বলতেছি আমরাও মেয়েদের সম্মান দিতে জানি এই জন্যই আমাদের হলে অনেক মানুষ তথা মেয়েরা আসে...১টা ছেলেদের হলে মেয়েরা অবাধে আসতে পাড়ে এই credit ছেলেদের। কিন্তু কারও বাসায় আসলে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জানা দরকার। আর পুর ঘটনা না জেনে কাওকে দোষী করাও ঠিক না। Courtesy: Alzinuzzaman Khan Omi vai Shahidullah Hall, Dhaka University
Posted on: Sat, 08 Nov 2014 15:17:44 +0000

Trending Topics



TSWANA ANNUAL DECEMBER

Recently Viewed Topics




© 2015