সি নো ইভিল, হিয়ার নো ইভিল, - TopicsExpress



          

সি নো ইভিল, হিয়ার নো ইভিল, স্পিক নো ইভিল ... ...হনুমানের জীবনের তিন তিনটি কমান্ডমেন্ট , এর অন্যথা হলেই কেস পুঁদিচ্চেরি, দেখতে, শুনতে শিখলেই ইহাদের খালি মনে হয়, সবার উপরে মানুষ সত্য তাহার ওপরে রামের নাম ইদানীং তারা দাবী করেছে সমস্ত মানুষই রামের সন্তান, যদিও শিব্রাম থাকলে বলতেন মানুষ ছাড়া সবকিছুই রামে জন্মায়, এমন কি বাঁদরও! তো, বানরে সংগীত গায়. দেখিলেও না হয় প্রত্যয়, তারা মন্ত্রীও হয়, পার্লামেন্টে গিয়েই সব ল্যাঞ্জা বেরিয়ে পড়ে, তাই তো কবি লিখে গেছেন বৃক্ষে অতি লম্ব ঝুলিবে শ্রীঅঙ্গ আর হনুমানের ন্যাজ মোটা হলে, স্বর্ণলঙ্কা সে পোড়াবেই , নিজের মুখও পোড়াবে, তাই তো কবি রোদ্দুর রায় গাইলেন, ল্যাজ- মুড়ো যায় পুড়ে তবু রাম নাম না ছাড়ে আমরা বরং এই ঘৃণ্য শাখামৃগদের কথা বাদ দিয়ে এমন এক স্বাধীনচেতা মহিলার গান শুনি, যিনি তার দৃঢ় আফ্রিকান কণ্ঠে সুর ঢেলে গেয়েছিলেন, আমার কোনও গৃহ নেই, পরিবার নেই, বিশ্বাস নেই, টিকিট-টোকেন নেই, ঈশ্বর নেই। https://youtube/watch?v=mZVQmJVXDkk
Posted on: Fri, 05 Dec 2014 20:20:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015