সাবজেক্ট রিভিউঃ সিভিল - TopicsExpress



          

সাবজেক্ট রিভিউঃ সিভিল ইঞ্জিনিয়ারিং বা পুরকৌশল হাবিপ্রবিতে ২০১৫ শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং অনুষদে যোগ করা হয়েছে পুরকৌশল বা সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। সমৃদ্ধ ল্যাব ও দক্ষ শিক্ষকের সমন্বয়ে গড়ে ওঠা ইঞ্জিনিয়ারিং অনুষদে এটি একটি নতুন মাইলফলক। এবারের শিক্ষাবর্ষে ৫০ জন শিক্ষার্থী নেয়া হবে। এখন জেনে নেয়া যাক সিভিল ইঞ্জিনিয়ারিং কি ও কেন পড়ি? সিভিল ইঞ্জিনিয়ারিং বা পুরকৌশল হল পেশাদার প্রকৌশল বিদ্যার একটি অন্যতম শাখা যেখানে নকশা, নির্মান কৌশল, বাস্তবিক বা প্রাকৃতিকভাবে গড়ে ওঠা পরিবেশের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। পুরকৌশল বিদ্যায় মূলত বিভিন্ন নির্মাণ কৌশল যেমন ভবন, সেতু, রাস্তা, বাধ, পরিখা, স্তম্ভ ইত্যাদি নির্মাণ কৌশল এবং নির্মাণ পরবর্তী রক্ষণাবেক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। তাছাড়া একজন সিভিল ইঞ্জিনিয়ারকে জরিপ ও প্রকল্প ব্যবস্থাপনার কাজও করতে হয় সমান দক্ষতার সাথে। সরকারী-বেসরকারী, সামরিক-বেসামরিক সব ক্ষেত্রেই পুরকৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের সাথে সাথে বেড়েছে পুরকৌশলবিদ্যার পরিসর। দিনে দিনে সৃষ্টি হয়েছে এর বেশ কয়েকটি শাখা। এর মাঝে উল্লেখযোগ্য হল - • পরিবেশ প্রকৌশল • মৃত্তিকা প্রকৌশল • পরিবহন প্রকৌশল • পানি সম্পদ প্রকৌশল • কাঠামোগত প্রকৌশল এবারে আসি, পুরকৌশলে কী পড়ানো হয় সে ব্যাপারে। একজন পুরকৌশলী যেসব বিষয় নিয়ে পড়াশোনা (মাইনর সাব্জেক্ট সহ) করেন, সেগুলো হল - ♣ Engineering Materials ♣ Computer Aided Drawing ♣ Surveying ♣ Practical Surveying ♣ Details of Constructions ♣ Engineering Geology and Geomorphology ♣ Numerical Methods ♣ Quantity Surveying ♣ Construction Materials and Civil Engineering Structures ♣ Civil Engineering Drawing, Civil Engineering Drawing and Quantity Surveying ♣ Mechanics, Engineering Mechanics, Basic Mechanics of Solids, Mechanics of Solids, Elements of Solid Mechanics, Steel and Timber Structures, Reinforced Concrete Design, Elements of Building Structure ♣ Building Services: Plumbing ♣ Structural Analysis and Design ♣ Design of Concrete Structures ♣ Elements of Civil Engineering Structures ♣ Environmental Engineering ♣ Geo-technical Engineering ♣ Transport & Traffic Design, Highway Design & Railways, Traffic Planning & Management, Highway Drainage & Airports, Transport Projects and Operations ♣ Project Planning and Management ♣ Professional Practices and Communication ♣ Theory of Elasticity and Elastic Instability of Structures ♣ Pres-stressed Concrete ♣ Computer Aided Analysis and Design of Structures ♣ Design of Steel Structures ♣ Introduction to Finite Element Method ♣ Dynamics of Structures ♣ Basic Environmental Engineering ♣ Fluid Mechanics ♣ Open Channel Flow ♣ Hydrology ♣ Irrigation and Flood Control ♣ Integrated Water Resources Planning and Management ♣ Flood Mitigation and Management ♣ Groundwater Engineering ♣ River Engineering ♣ Coastal Engineering ♣ Basic Electrical Technology ♣ Physical optics, Heat, Waves and oscillation ♣ Structure of matter, Electricity and magnetism and Modern physics ♣ Chemistry ♣ Mathematics ♣ Differential Equations ♣ Fourier Analysis, Harmonic Functions and Laplace Transform ♣ Vector Analysis and Statistics ♣ Sociology-Economic Aspects of Development Projects ♣ English ♣ Economics ♣ Advanced English ♣ Sociology ♣ Government ♣ Principles of Accounting ভয় পাওয়ার কিছু নেই। এগুলো মোট চারবছরে পড়ানো হবে। সিলেবাস এখনো হাতে আসেনি। কিছু কোর্স বাদ পড়তেও পারে। বাংলাদেশে একজন সিভিল ইঞ্জিনিয়ার যেসব জায়গায় নিজের সৃজনশীলতা নিয়ে কাজ করতে পারেন সেগুলো হল – সড়ক ও জনপদ বিভাগ, গণপূর্ত বিভাগ, রিয়েল এস্টেট কোম্পানি, নগর উন্নয়ন কর্তৃপক্ষ, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বিভিন্ন ডেভলপার কোম্পানি, বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান (NGO), পরিবেশ অধিদপ্তর, সামরিক বাহিনী ইত্যাদি। ইন্টারনেট অবলম্বনেঃ রাকিব Dept. of TEE, HSTU.
Posted on: Sat, 25 Oct 2014 13:31:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015