সিসি ক্যামেরায় ধরা পরল - TopicsExpress



          

সিসি ক্যামেরায় ধরা পরল যুবলীগ নেতার খুনের দৃশ্য (ভিডিও) পেছন থেকে সাদা পাঞ্জাবি পরা ঘাতক ছুটে আসেন। ঘাতক বাঁ হাতে মুঠোফোন কানে দিয়ে কথা বলছিলেন আর ডানহাতে পিস্তল দিয়ে একের পর এক গুলি করে যাচ্ছিলেন। গুলিবিদ্ধ রিয়াজের দেহ মাটিতে লুটিয়ে পড়ে। গুলি করার দৃশ্য দেখেও রিয়াজকে বাঁচাতে বা ঘাতককে ধরতে আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজন এগিয়ে যাননি। রিয়াজ মাটিতে পড়ার পরও দমে যাননি হত্যাকারীরা। বরং মৃত্যু নিশ্চিত করে লাল রঙের মোটর সাইকেলে চড়ে আরও একজন এগিয়ে যান রিয়াজের দিকে। মাটিতে পড়ে থাকা রিয়াজকে আরও কটি গুলি করেন। তবে একটি গুলি সাদা পাঞ্জাবি পরা প্রথম ঘাতকের শরীরে লেগে যায়। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে লাল রঙের ওই মোটরসাইকেলে উঠে বাধাহীনভাবে পালিয়ে যান ঘাতকেরা। এটা কোন নাটক বা সিনেমার দৃশ্য নয়। শপার্স ওয়ার্ল্ডের সিসি ক্যামেরায় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজউদ্দিন খান ওরফে মিল্কিকে হত্যার ধরা পড়ার দৃশ্য এটি। র্যাব সূত্র জানায়, ঘটনার পরপরই র্যাব উত্তরার জসীমউদ্দীন রোডের ফরচুন হাসপাতালে চিকিৎসাধীন যুবলীগ ঢাকা মহানগর (দক্ষিণ) যুগ্ম সম্পাদক জাহেদ সিদ্দিকী তারেকসহ ৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাইদুল ইসলাম, তুহিনুর রহমান, রাশেদ মাহমুদ, সুজন, সৈয়দ মুস্তাক আলী প্রত্যেকেই যুবলীগ কর্মী বলে জানায় র্যাব। র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল জিয়াউল আহসান জানান, গুলির ঘটনার সময় তারেক তার এক সহযোগীর গুলিতে আহত হয়। পরে তারেককে উত্তরার ফরচুন হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র মতে, পুরান ঢাকায় ডিশ ব্যবসাকে কেন্দ্র করে তারেকের সঙ্গে মিল্কীর দ্বন্দ্ব ছিল। মিল্কী মোহাম্মদপুরে বসবাস করলেও পুরান ঢাকার ডিশ ব্যবসা যুবলীগের এই নেতারা নিয়ন্ত্রণ করতেন। অন্যদিকে মতিঝিল, আরামবাগ ও ফকিরাপুল এলাকার নিয়ন্ত্রণ নিয়ে মিল্কীর সঙ্গে তারেকের দ্বন্দ্ব ছিল। ঘটনার সময় তারেক মিল্কীকে কিভাবে গুলি করেছে, তার ভিডিও দৃশ্য র্যাবের কাছে রয়েছে এবং ভিডিও ফুটেজের ভিত্তিতেই তারেককে গ্রেফতার করা হয় বলে জানান র্যাব কর্মকর্তা। অন্যদিকে গ্রেফতারের পর তারেক র্যাবের কাছে হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহণ করার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত বাকি ৫ যুবলীগ কর্মীও এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেয়েছে র্যাব। bd 24 live
Posted on: Tue, 30 Jul 2013 22:09:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015