সকল প্রশংসা মহান #আল্লাহ - TopicsExpress



          

সকল প্রশংসা মহান #আল্লাহ র, যিনি জগৎসমূহের # প্রতিপালক। যে আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করেছেন মানুষ করে একমাত্র তারই # ইবাদত করার জন্য, সেই আল্লাহরই যাবতীয় প্রশংসা। সলাত ও সালাম নাজিল হোক প্রিয় নাবী ও সর্বশেষ নাবী মুহাম্মাদুর # রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর প্রতি যিনি একমাত্র আল্লাহ তায়ালার মনোনীত বান্দা ও রসূল যার অনুসরণ করা, আল্লাহ তায়ালা ফরজ করেছেন। প্রতিদিন, প্রতিরাত, প্রতিটা সপ্তাহ, প্রতিটা বছর, সারাটা জীবনের অধিকাংশ সময়ই কিতাবুল্লাহ ও সুন্নাতে রসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর অনেক আদেশ অমান্য করছি তাতে কারো মাথা ব্যথা নেই। শুধুমাত্র একটি বিদাত পালনের কারণে কিয়ামতের দিন হাউজে কাওসার থেকে এই রসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলবেন সুহ্কান, সুহ্কান (দূর হয়ে যাও, দূর হয়ে যাও), যারা আমার পরে দ্বীনকে পরিবর্তন করেছ। (বুখারী, মুসলিম)। সেখানে আমরা প্রতিনিয়ত কত কুফুরী কত শিরক করছি যার গুনা ও শাস্তি বিদাতের চেয়েও ভয়াবহ, যা আমরা চিন্তা করি না। যাই হোক, কেও বলছে কবর আবার কেও বলছে গুম্বুজ। British newspaper Independent বলছে গুম্বুজ। মদিনার অদিবাসীরা এই খবর জানলো না জানলো প্রথম ব্রিটিশরা। কারণ কি জানেন? ওদের নীতি ডিভাইড এন্ড রুল। যদিও মুসলিমরা অলরেডি ডিভাইডেড। এখন বাকি আছে একটি দেশ এই দুনিয়াতে সেটা হলো # সৌদি আরব। সৌদি আরবের দোষ হলো ওরা কেন কোরআনকে সংবিধান করে রাখসে? ওরা কেন ওদের পতাকায় কালিমা লিখে রাখল? ওরা কেন বাংলাদেশসহ মুসলিম দেশগুলোর মত সেক্যুলার বা আধা সেক্যুলার না? ওরা কেন মদ, জুয়া, নারী ব্যবসা ইত্যাদির লাইসেন্স দেয় না? যেটা আমরা দেই (যার কারণে আমরা হইলাম মদারেদ {moderate} মুসলিম কান্ট্রি) যেটা ওদের কাছের অনেক আরব ভাইরা দিছে, যেমন আরব আমিরাত, মাঝে মাঝে এই ভাইদের ছবি দিয়া সৌদির নাম লিখে ওরা একটু সস্থি পায় (যাই হোক)? ওরা কেন পশ্চিমাদের তৈরী করা আরব বসন্তের ছোয়া পেল না। সবচেয়ে বড় কথা ওরা কেন কোরআন ও সহিহ সুন্নাহ আকড়ে আছে, আল্লাহর দেওয়া এই দুইটা নিয়ামত কেন ওরা ধরে আছে? যখন অন্যান্য মুসলিম! দেশগুলো কিতাবুল্লাহ ও সুন্নাতে রসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর মধ্যে অনেক ভেজাল মসলা দিয়া ও মোবিল তেলে ভেজে আমাদের দেশের রাস্তার খাবারের মত, খাবার কিনে খাচ্ছে, আর বলছে আহা কি টেস্ট !!! এই জন্য আল্লাহ তায়ালা বলেন, হে মুমিনগণ! কোনো পাপাচারী যদি তোমাদের কাছে খবর নিয়ে আসে, তাহলে তার সত্যতা যাচাই করে লও, তা না হলে তোমরা অজ্ঞতাবশতঃ কোনো সম্প্রদায়ের ক্ষতি করে বসবে, অতঃপর তোমরা যা করেছ সেজন্য তোমাদেরকে অনুতপ্ত হতে হবে। (৪৯ নং সুরাহ আল-হুজরাত, ৬) আবার দেখি আমাদের নাবী (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কি বলেছেন? রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন- ‘একজন মানুষ মিথ্যুক হওয়ার জন্য এই যথেষ্ট যে, সে যা কিছু শুনবে তা সবই বর্ণনা করবে (অর্থাৎ বর্ণনার উৎসের সত্যাসত্য যাচাই না করেই)।’ (মুসলিম : ১/১৫)। আর আমদের নিউসপেপেরগুলো কোথা থেকে এই খবর পেল? হুম, দেখলাম British newspaper Independent থেকে! বাহ! কি দারুন! দারুন কারণ শুরুতেই বলেছি তার সাথে মিলে গেল! আরো মিলে গেল কারণ ওদের সাথে ইহুদ, নাসারা ও শিয়া শায়তানরা এই প্রচারনায় হাত মিলিয়েছে। যার কারণে আমাদের মত মদারাত (moderate) মুসলিমরা তাতে ইমান আনয়ন করেছি কারণ আমাদের অধিকাংশের ইমান যে ইরান নামক দেশ থেকে এসেছে যার প্রমান আছে ভুরি ভুরি। এটাও তার একটা। দেখুন Independent মত পত্রিকা এর পূর্বে অনেক false নিউস কত বার প্রচার করছে... 2011- t.co/c9fjNaSQKV 2012- t.co/hcaWIbzZE8 2013- t.co/Joad5uuCws 2014- t.co/Kywt5DHL20 দুই মসজিদের উন্নয়ন কাজ হাজার বছর ধরে হচ্ছে। মানুষের ক্রুমাগত সংখ্যা বৃদ্ধির কারণে মক্কাহ, মদিনা, আরাফা, মিনা ইত্যাদির উন্নয়ন নতুন কিছু না। যাই হোক, এই গম্বুজটি কি রসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর শিক্ষার পরিপন্থী নয়? তাহলে এত লক্ষ লক্ষ সাহাবারা কেন রসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কবরের উপর গম্বুজ নির্মান করলেন না? কারণ তারা জানতেন সত্যটা কি জিনিস। কবে এই গম্বুজ নির্মিত হলো? এইগুলা তো আমরা গরু খাওয়া মুসলমানরা বলতে পারি না!!! আমাদের ভালবাসা রসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জন্য না! আমাদের ভালবাসা হচ্ছে আমাদের নিজ প্রবৃত্তির জন্য যার প্রমান মানুষগুলোর কথায় প্রকাশিত হচ্ছে। সবশেষে বলব, রসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আমরা যেন তাকে নিয়ে বারবাড়ি না করি, যেভাবে নাসারারা করেছে ইসা (আ.)- কে নিয়ে। আজ তাদের বাড়াবাড়ির কারণে পৃথিবীর ৭০০+ কোটি মানুষের ২৫০ কোটির বেশি পথভ্রষ্ট। আর রসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আমার উম্মত ৭৩ টি দলে ভাগ হবে মাত্র একটি দল জান্নাতে যাবে। সুতরাং সতর্ক হওয়া উচিত, কিতাবুল্লাহ ও সুন্নাতে রসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)- এই দুইটা জিনিস আকড়ে ধরলে কেও আমাদের পথভ্রষ্ট করতে পারবে না, ইনশা আল্লাহ, এটা আমার কথা না, এটা ওই মানুষটির (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কথা যাকে আল্লাহ আমাদের হিদায়াতের জন্য পাঠিয়েছিলেন।
Posted on: Thu, 04 Sep 2014 03:20:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015