সুন্দর একটা দিন । চৈত্র - TopicsExpress



          

সুন্দর একটা দিন । চৈত্র মাসের ঝকঝকে নীল আকাশ । গতকাল বৃষ্টি হয়েছে । হাওয়া দিচ্ছে । স্যার পড়াচ্ছে আর আমি বাইরে প্রকৃতি দেখতেসি । হঠাত্ সবকিছু এলোমেলো হয়ে গেল । ঝড়ের বেগে রুমে ঢুকলো একটা মেয়ে :সরি স্যার আসতে লেইট হয়ে গেল । :তুমি ই আল্পনা ? রাইট ? তোমার বাবা কালকে ফোন দিসিল :জ্বি স্যার :ওকে যাও বস । এর পর থেকে আর লেইট কইরোনা হুম ? :ওকে স্যার মেয়েদের দিকে তেমন তাকাই টাকাই না । তাকালেও জাস্ট তাকানোই ।কিন্তু ওর দিকে চোখ পড়ার পর আমার মধ্যে কিছু একটা হয়ে গেল । যাক তাহলে তার নাম আল্পনা । নামটা তো জানা হইলো । Love at first sight কথাটায় কখনো বিশ্বাস করতাম না কিন্তু আমার কি হইলো নিজেও জানি না । পুরা ক্লাস ভোদাই এর মত ওর দিকে তাকায় থাকলাম । প্রথম কোন মেয়েকে এত ভাল লাগল । তো সেদিনের মত বাসায় আসলাম । বাসাতেও এসে দেখি খালি ওর কথাই মনে পড়ে । ভাবলাম যেভাবেই হোক ওকে ইমপ্রেস করতেই হবে । তো পরের দিন একেবারে স্যারের সব পড়া কমপ্লিট করে পার্ট নিয়ে ক্লাসে ঢুকলাম । স্যার পড়া জিজ্ঞেস করতেসে আমি আগে আগে হাত তুলে বলতেসি কিন্তু ওর দিকে তাকায় দেখি ক্লাসে ও কোনায় বসে বসে মোবাইল টিপতেসে । এত আপসেট লাগল বাট কি আর করা ? তো আমি ঠিক করলাম এভাবেই কন্টিনিউ করব কারণ এছাড়া ওকে ইমপ্রেস করার কোন উপায় নাই ।তো এভাবেই চলতে থাকল । কোচিং এ ওর দিকে তাকায় থাকি সারাদিন দেখি ওর কথাই মনে পড়ে ।নাহ আমি কেন একটা মেয়ের প্রতি এত উইক হইতেসি ? আমার সাথে এইটা যায় না। সিদ্ধান্ত নিলাম ওর দিকে আর তাকাবো না । কিন্তু আমার মন কি আর সেই কথা শোনে ? যতই ওকে এভোয়েড করতে যাই সব জায়গায় কিভাবে কিভাবে জানি ও এসে পড়ে । খালি ওর কথাই মনে পড়ে কেন জানি ওর দিক থেকে চোখ সরাইতে পারিনা ।যতই ভাবি ওকে ভুলে যাব কিন্তু ওর লজ্জাবনত কটাক্ষ ব্লীড়াময়ী ভঙ্গি লাস্যময়ী হাসি (:- P) দেখলে নিজেকে আর ঠিক রাখতে পারিনা ও আমার দিকে তাকাইলেই মনে হয় আমার পায়ের নীচে পৃথিবী টলায়মান একটু হাসি দিলেই আমি পপাত ধরণীতল । যেহেতু আমার তেমন বন্ধু ছিলনা ঐ ব্যাচে আর আমারো সাহসের অভাব ছিল সো কথা বলার সাহসটা করতে পারিনাই কখনোই । তো পহেলা বৈশাখের ৫/৬দিন আগে আগে স্যারের কাছে পড়া ছিল । সেদিন আমার স্যারের কাছে যেতে একটু দেরী হয়ে যায় । তাড়াহুড়া করে ঢুকতে গিয়ে দুই তিনটা বেঞ্চে বাড়ি খেয়ে পিছনের দিকের একটা BENCH এ গিয়ে বসলাম । বসে খাতাটা বের করে মুখটা উপরে তুলতেই আমার হার্টবিট একটা মিস হয়ে গেল । দেখি ও আমার সামনের বেঞ্চে বসছে । আর আমার দিকে তাকায়ে হাসতেসে (BENCH এ বাড়ি খাইসি সবাই হাসতেসিল অবশ্য) আমার মাথাটা JUST চক্কর দিল ।স্যার যা পড়াইতেসে সব মাথার উপ্রে দিয়ে যাইতেসে । আমি তো ওর দিকে তাকায় আছি আর খালি ঘামতেসি । তো ৫ মিনিটের ব্রেক দিয়ে স্যার বাইরে গেল । আমি খাতা মোবাইল রেখে হাত মুখ ধুয়ে আসলাম । তো সেদিন আর কিছুই ঘটলো না । সেদিনের মত ক্লাস শেষ । বাসায় এসে ঘুম দিসি ।কারণ একদিনের জন্য স্ট্রেসটা বেশি ই পড়ে গেছে । উঠে মোবাইলটা হাতে নিসি দেখি 7 NEW MASSAGES ! 0PEN করে দেখি 6tai airtel এর ভুংভাং TEXT ।7NUMBER টায় যেয়ে আমার চোখ কপালে উঠে গেল । [ALPONA(1)] বুকের ভিতর টা চিননন্ করে উঠল । কি যে ভালোলাগা আর বুকের ভিতরটা যে কেমন লাগতেসিল ! একেই মনে হয় বলে বাজিল বুকে সুখের মতন ব্যথা যখন মোবাইল রেখে ওয়াসরুমে গেসিলাম তখনই ও কাজটা করসে মে বি মোটামুটি পড়াটরা পারতাম আর ভাল ছেলে ছিলাম সো ও ও মে বি আমাকে লাইক ই করতো । এতদিন যে ক্যান বুঝিনাই !কত কিছু যে মনে আসতেসিল !.......কি যে খুশি লাগতেসিল ! ঐটাই মেবি লাইফের সবচেয়ে হ্যাপি মোমেন্ট আমার । ও আমার মোবাইলে ওর নাম্বার সেইভ করে দিসে আমাকে ম্যাসেজও দিসে ! এই খুশি আমি কোথায় রাখি ? ভাবতে লাগলাম কি লিখতে পারে ? কেমন আছ ? কি কর ? উফফফ ভাবতেই কেমন ভাল লাগতেসে !হাত কাপতেসিল আমার ।এসব ভুংভাং ভাবতে ভাবতে ওপেন করলাম ম্যাসেজ টা ।পড়ে মাথা টা চক্কর দিল জাস্ট । মনে হইলো বুঝি মরে যাব । কার্টুনে দেখায় না দুনিয়া ভেঙে পড়তেসে আমার দুনিয়াটা সেভাবে ভেঙে খানখান হয়ে যাচ্ছিল । ম্যাসেজটা ছিল এমন . . . . Prithibir brihottomo alpona aka hocche Bangladesh e.0ngsho nin apnio ar hoe uthun itihasher ongso.Alponar sokol update pete dial *322*1*2# sorto projojjo (ঐ টাইমে বাংলাদেশে দীর্ঘতম আল্পনা আঁকা হইতেসিল) এটা পড়ার পর মুখ দিয়ে একটা লাইন ই বের হইসিল এয়ারটেএএল তোওর মায়েরে আমিইইই..... bornohin romey
Posted on: Thu, 03 Jul 2014 18:31:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015