হতাশা শব্দ টা এখন খুব হট - TopicsExpress



          

হতাশা শব্দ টা এখন খুব হট টপিকস। এইচএসসির খারাপ রেজাল্টের ধাক্কায় হতাশ ছাত্র ছাত্রী রা, আজ পড়লাম এক হতাশ অভিভাবক আত্মহত্যা করছে, মেয়ে রেজাল্ট খারাপ করায় সে তা মেনে নিতে পারে নাই। নাফিস নামের এক ছেলে হতাশায় জঙ্গিবাদের পথ বেছে নিয়েছে। বড় ভাই প্রচন্ড হতাশ ছিলো, সঙ্গ পাইছিলো খোর কয়েকজনের। প্যাথেড্রিনের নেশায় ডুব দিয়া থাকতো। কোন সময় রাস্তায় পাইতাম হাপ পা কাপা অবস্থায়। বাবা মা তার চাইছিলো রিহ্যাবে দিতে। কিন্ত গর্বের সাথে বলবো, আমাদের সাথে রাখছি ভাই রে ১ বছর। আমি সারাদিন হাসাইতাম ভাই রে, ভাই হাসতে হাসতে লুটুপুটি খাইতো। সকালে সিগারেট খাইতাম, যখন দেখতাম নেশা উঠছে, উইথড্রল সিম্পটম দেখা যাইতেছে, কড়া লিকারে চা ধরায় দিতাম। ভাই এখন সুস্থ জীবন যাপন করে। রেজাল্ট খারাপ কইরা আত্মহত্যা, প্রেমে ছ্যাক খাইয়া জঙ্গিবাদ কোন সমাধান না। জীবনে ধাক্কা এগুলা না। বাবা মারা যাইতে পারে, আপনার মা মারা যাইতে পারে। একসিডেন্টে আপনি হাত পা চোখ হারাইবেন, রাতের ভিতরে দেউলিয়া হয়ে যাবেন। পত্রিকায় দেখলাম লিমন জিপিএ ৪ পাইছে, হাত ছাড়া মেয়ে টা এ+ পাইছে। তাদের দিকে তাকান, দে আর ফাইটিং ইট.... হোয়াট আর ইউ ডুয়িং ? বড় বড় কথা বলে গেলাম, কিন্তু রাত তিনটায় আমিই হতাশ হয়ে যাবো। হয়তো অন্য কারো থেকে বেশিই, কিন্তু তার সমাধান আত্মহত্যা কিংবা জঙ্গিবাদের পথ না। একটা বিখ্যাত ক্যানসার হসপিটালের ১২ তালায় শিশু দের জন্য ওয়ার্ড। বেডের পর বেড ছোট ছোট বাচ্চা রা। বয়স ৭-১০, লিউকেমিয়া, লিমফোমা আরও কত বড় বড় অসুখ। ব্লাড ক্যানসারে ভোগা শয়ে শয়ে শিশু দেখলে আপনার রেজাল্ট খারাপ আর প্রেমে ছ্যাকা মনে হবে তুচ্ছ। বছরের পর বছর কেমো থেরাপি নিয়ে বাচ্চা গুলা জীবন বাচানোর যুদ্ধ করতেছে। এক বেডের বাচ্চা দেখতেছে পাশের বেডের বাচ্চার রেসপাইরেটরি ফেইলিউরে মৃত্যু। নতুন এক ক্যানসার আক্রান্ত বাচ্চা আসতেছে ঐ বেডে। জীবনের গভীরতা মাপতে হবে। জীবন নিয়ে জানতে হবে। যত জানবেন, আপনে তত ম্যাচিউর হবে জীবন নিয়া। দশ বারো টা ছ্যাক খাইলেও কোন ব্যাপার হবে না, রেজাল্ট খারাপ হইলে বান্দরবন ঘুরতে যাইবেন। লাইফ ইজ বিউটিফুল ম্যান!
Posted on: Sat, 10 Aug 2013 15:05:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015