হলে থাকলে মায়ের সাথে - TopicsExpress



          

হলে থাকলে মায়ের সাথে দিনে কমপক্ষে তিন থেকে চার বার কথা হয় কিন্তু বাবার সাথে কথা একরকম হয় না বললেই চলে :/ হয়তোবা তিনি পনেরো দিনে একবার ফোন দিবেন। আমি একরকম ঝাঁপিয়ে পড়ে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে গুরুগম্ভীর কণ্ঠ ভেসে আসবে- এই যে নে তোর মায়ের সাথে কথা বল! :o :( আজকে অনেক দিন পর পিতা-পুত্র একসঙ্গে বসে আড্ডা দিচ্ছি :D রাতে খাবার টেবিলে অনেক দিন পর পুরো পরিবার একসঙ্গে বসে খেলাম :D অবধারিতভাবেই নৈতিকতার পাঠ দিয়েই আলোচনা শুরু হয়েছিলো। খাওয়াদাওয়া অনেক আগেই শেষ কিন্তু নটে গাছটি এখনো মুড়োয় নি! ধর্মতত্ত্ব, রাজনীতি, আমার হল লাইফ, লালন থেকে রবীন্দ্রনাথ, ভ্যাকেশনে আমার পরিকল্পনা- বিচিত্র বিষয়কে অবলম্বন করে শীতের রাত্রি তার ব্যাপ্তি কমিয়ে এনেছে। আমার বাবা আড্ডাধারীর ভূমিকায় এতোটা স্বতঃস্ফূর্ত- এটা আগে জানতাম না। ভার্সিটিতে ভর্তির পর থেকেই তার সাথে দূরত্ব ক্রমশ কমে যাচ্ছে- এটা ভালো লক্ষণ! :D
Posted on: Thu, 30 Oct 2014 16:46:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015