→হ্যাক হওয়া ফেসবুক - TopicsExpress



          

→হ্যাক হওয়া ফেসবুক একাউন্ট ফিরে পাবার উপায়← ফেসবুক আমার আপনার সবারই একটি প্রিয় সাইট। বিভিন্ন কারনে আমাদের এই প্রিয় সাইটের একাউন্ট হ্যাক হতে পারে। এটা হতে পারে অসাবধানতা বশত অথবা শত্রুতাজনিত কারনে। হ্যাকড ফেসবুক একাউন্ট ফিরে পাবার কয়েকটি উপায় থাকলেও এই উপায়টি খুব সহজ ও কার্যকর। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন- →১. এড্রেস বার এ Facebook/ hacked লিখে এন্টার চাপুন। →২.তারপর My Account Is Compromised এ ক্লিক করুন। →৩.এখনIdentify Your Account অংশ হতে আপনার আইডিটি সিলেক্ট করুন। অর্থাৎ Email or phone number কিংবা Facebook username অথবা your name and a friend’s name অপশনে প্রয়োজনীয় ডাটা দিয়ে সার্চ করুন। →৪। Security Check অপশন আসলে সেখানে ক্যাপচা এন্ট্রি করুন →৫.এবারThis is My Account এ ক্লিক করুন। →৬. আপনার পাসওয়ার্ড টি এবার রিসেট করে নিন। এভাবেই আপনি ফিরে পেতে পারেন আপনার হারিয়ে যাওয়া ফেসবুক কে!!! (আপনি কি জানেন?? আপনি নিয়মিত লাইক কমেন্ট না করার কারনে, আপনি Inactive হয়ে যাচ্ছেন ।)
Posted on: Sun, 24 Nov 2013 04:56:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015