১৷ পামটপ কি? =হাতের - TopicsExpress



          

১৷ পামটপ কি? =হাতের তালুতে নিয়ে কাজ করা যায় এমন কম্পিউটার(ওজন ১৭০গ্রাম) ২৷ কম্পিউটার ডেটার একটির এরর কে কি বলা হয়? =বাগ(Bug) ৩৷ একটি কম্পিউটার সিস্টেমের সবচেয়ে ব্যয়বহুল অংশ কোনটি? =সফটওয়্যার ৪৷ কোন মার্কিন কোম্পানিকে বিগ ব্লু বলা হয়? =(IBM)আইবিএম কোম্পানিকে ৫৷ বিশ্বের ১ম কম্পিউটার প্রোগ্রামার কে? =লেডি অ্যাডা অগাস্টা ৬৷ বিল গেটসের ১ম প্রোগাম কোনটি? =MS DOS ৭৷ গিবারিশ(Gibberish) কি? =কম্পিউটারে দেয়া অপ্রয়োজনীয় তথ্যকে বলে Gibberish ৮৷ কত বাইটে ১মেগাবাইট? =১০লাখ বাইট ৯৷ VIRUS- এর পূর্ণ অভিব্যক্তি কি? =Vital Information Resources Under Seize. ১০৷ ABC-এর পূর্ণ অভিব্যক্তি কি? =Atnasoft Barry Computer. Admin:- MD Obydullah
Posted on: Sun, 09 Nov 2014 03:45:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015