২০১৩ সালে রেকর্ড বিদেশি - TopicsExpress



          

২০১৩ সালে রেকর্ড বিদেশি বিনিয়োগ, বিএনপি-জামায়াত এর ২০০১-০৬ এর দুঃশাসনের সময়কালের কালো মেঘ থেকে বেড়িয়ে এসেছে বাংলাদেশ। Bangladesh is in a better position during 2009-2013 regarding foreign investment compared to BNP-Jamaat miss-rule during 2001-2006. For details: bit.ly/1kfQuTi Executive Chairman of Board of Investment Bangladesh Dr Syed Abdus Samad revealed that Bangladesh has received Foreign Direct Investment (FDI) worth $ 1.78bn in 2013, registering 37.5% higher than 2012. “The FDI inflow has increased to over $ 1.78bn in the last five years of the 2009-2013 tenure of Awami League government compared to $ 792.50m in the five years tenure (2001-2006) of BNP government,” he said. ২০১৩ সালে রেকর্ড বিদেশি বিনিয়োগ, বিএনপি-জামায়াত এর ২০০১-০৬ এর দুঃশাসনের সময়কালের কালো মেঘ থেকে বেড়িয়ে এসেছে বাংলাদেশ। রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) ৩৭ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. সৈয়দ আবদুস সামাদ। একইসঙ্গে ওই বছরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রবাহ ১৭৮ কোটি মার্কিন ডলার ছিল বলেও জানান তিনি।তিনি জানান, বিএনপির নেতৃত্বাধীন সরকারের (২০০১-২০০৬) শেষ অর্থবছরে যেখানে এফডিআই প্রবাহ ছিল ৭৯ কোটি ২৫ লাখ মার্কিন ডলার, সেখানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের (২০০৯-২০১৩) শেষ অর্থবছরে এফডিআই প্রবাহ দেখা যায় ১৭৮ কোটি মার্কিন ডলার। (সৌজন্যে:Bangladesh Awami League)
Posted on: Sat, 26 Apr 2014 19:21:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015