২৪ ঘন্টা কম্পিউটারের - TopicsExpress



          

২৪ ঘন্টা কম্পিউটারের সামনে বসে কি করস... দিন দুনিয়ার অন্য কোন খবর নাই... -ডিজাইনারদের ক্ষেত্রে বন্ধু-বান্ধব আর শুভাকাঙ্খীদের মুখের কমন ডায়লগ এইটা। Graphics Desigh যারা নতুন শুরু করেছেন তাদের জন্য বলি, সারা দিন নিশ্চই কিছু না কিছু creative চিন্তা করছেন, সেটাকে বাস্তবে রূপদান করতে চাইছেন; bt হচ্ছেনা...! কোথাও ছোট্ট একটু গণ্ডগোল ঠিকই থেকে যাচ্ছে ঠিক ধরতে পারছেন না... ৩/৪ ঘন্টা খেটে একটা থীম/ডিজাইন দাঁড় করালেন... আগ্রহভরে কাউকে দেখাতে চাইলেন আর আপনি হলেন মশকরার পাত্র.... ধুর ছাই... আমারে দিয়া কিস্‌সু হবে না। সব কিছু বাদ... ধ্যাৎ খামোখা সময় নষ্ট... এর চাইতে গেইম খেইলা ভাল সময় পাস করতে পারতাম... দোস্তগো লগে আড্ডা মরলেও কামে দিত.... দিলেন ডিলিট করে আপনার চার ঘন্টার তৈরীকৃত অখাদ্য...!! নিমেষে শেষ হয়ে গেলআপনার তৈরী অখাদ্যটা্র অস্তিত্ব ।। ৩ বছর পর, আপনার কোন এক বন্ধুর বাসায় গেলেন বেড়াতে, দেখলেন তাদের দেওয়ালে অদ্ভুত creative কিছু Art বা Wall painting..! আপনার চোখ দেখে জানতে চাওয়ার আগেই আপনাকে ছোট ভাইয়ের গল্প শোনাতে শুরু করল আপনার ঐ বন্ধুটি। কথায় কথায় উঠে আসল আপনাকে ঘিরে রচিত কোন মুখরোচক গল্পকে inspiration হিসেবে নিয়ে এক পিচ্চি ২ বছরের শ্রমে গড়ে তুলেছে কল্পনার Gallery... রিয়েল লাইফে...!! Amazed আপনি.. ফেরার পথে বার বারই কি একটা শুন্যতা আপনাকে গ্রাস করছে... বাসায় ফিরে বিছানায় শুয়ে পড়লেন.. বিস্বাদ যেন পেয়ে বসেছে... বারে বারে মনে পড়ছে সেই ছেলেমানুষির কথা... টানা কয়েক ঘন্টা খেটে তৈরী করেছিলেন কোন এক অখাদ্য... কি যেন ছিল সেটা... ঠিক মনে পড়ছে না...! আগ্রহ নিয়ে কম্পিউটারে আবার হাত দিলেন, ছেলেমানুষিটা আবার মাথাচাড়া দিতে চাইছে... কিন্তু ধৈর্যটা আর নেই.. বেশ অসস্তি বোধ হচ্ছে.. কল্পনাতে ডুবে যেতে ইচ্ছা করছে... যদি কারো কথা না শুনে আপনি লেগে থাকতেন, ২ বছরে না হোক ৩ বছরে ত একজন professional designer হয়েই যেতেন। হয়ত আপনার Art দেখে মানুষ বিমোহিত হত... বিমোহিত না হোক quality পূর্ণ কাজ ত করতে পারতেন। দুজনকে শেখাতেও পারতেন। বাস্তব একটা ঘটনাকেই just শেয়ার করলাম আপনাদের সাথে... কারন একটাই, ডিজাইনার হতে আগ্রহী প্রচুর ব্যক্তিকে আমি নিজে দেখেছি, ৩মাস... ৬মাস... Then, আর কোন খবর নাই! ডিজাইন এমন একটা শিল্প যেখানে লেগে থাকা আবশ্যক..!! যা হোক আমার message এটাও না। যা ই ডিজাইন করেন না কেন, সংরক্ষণ (Save/Store) করাটা জরুরী... অনেক সময় দেখা যায় শুরুর দিকে যা আন্দাজে করে ফেলেছেন, সেটাই অন্যতম একটা মডেল হয়ে গেছে আপনার professional লাইফে... Turning Point নাই বা হল, মাঝে মাঝে ছেলেমানুষি দেখে নিজের উপর হাসতে ত পারবেন... তুলনা ত করতে পারবেন... এটাই বা কম কি?? আপনাদের মঙ্গল কামনা করি। কেমন লাগল জানাবেন!! .. . -আবীর।
Posted on: Fri, 19 Sep 2014 17:06:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015