৩৫তম বিসিএস এর রিটেন এর - TopicsExpress



          

৩৫তম বিসিএস এর রিটেন এর পাসপোর্ট কিভাবে পাবেন? --------------------------------------------------- যেকোন কাজে সফল হতে হলে প্রয়োজন ভালো একটি পরিকল্পনা। কথায় আছে-Well plan half done. তাই হাতে যেহেতু এখনও ৪০+দিন রয়েছে সেহেতু এখন থেকে একটু সিরিয়াস হলেই প্রিলিতে টিকে যাবেন। আমার ধারণা ১২৫-১৩৫ সেপ জোন। তাইলে এখনই খাতা কলম নিয়ে বসে পড়ুন কিভাবে ১৩০ পাবেন, বিষয় গুলো দেখুন আর নিজের অবস্থার মূল্যায়ন করুন এবং সে অনুযায়ী পরবর্তী পরিকল্পনা ঠিক করুন এবং কাজে নেমে পড়ুন।তবে এখন থেকে বেশি বেশি পরীক্ষা দিন।কিভাবে ১৩০ পাওয়া যাবে তার একটি ধারণা শেয়ার করলাম ।আপনাদের ভিন্ন মত থাকতে পারে সেটা জানাবেন।মনে রাখবেন কত গুলো উত্তর দিলেন সেটা বড় কথা নয় , কয়টা সঠিক উত্তর দিলেন সেটাই আসল কথা। নতুন প্রশ্নের মান বণ্টনঃ >>>>>>>>>>>>>>>আপনাকে পেতে হবে ---------------------------------------------------------------------------- বাংলা ভাষা ও সাহিত্য- ৩৫>>>>>>>>>>>>>>>>>>>>২২ ইংরেজি ভাষা ও সাহিত্য- ৩৫>>>>>>>>>>>>>>>>>>>১৮ বাংলাদেশ বিষয়াবলি- ৩০>>>>>>>>>>>>>>>>>>>>২২ আন্তর্জাতিক বিষয়াবলি- ২০>>>>>>>>>>>>>>>>>>>১৪ ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা- ১০>>>৬ সাধারণ বিজ্ঞান-১৫>>>>>>>>>>>>>>>>>>>>>>>১২ কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি- ১৫>>>>>>>>>>>>>>>>>>১১ গাণিতিক যুক্তি- ১৫>>>>>>>>>>>>>>>>>>>>>>>>৯ মানসিক দক্ষতা- ১৫>>>>>>>>>>>>>>>>>>>>>>>১০ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন- ১০>>>>>>>>>>>>>>>>৫ -------------------------------------------- মোট=২০০ >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>১৩০ এখন ব্যাখা দেই বাংলা: একটু সচেতন হলেই ৩৫ এ আপনি ২২ পাবেন কেননা বাংলা সাহিত্য থেকে কঠিন প্রশ্ন প্রায়ই দেয়।সুতরাং ব্যাকরণে যাতে বেশি ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখুন। এক্ষেত্রে সচরাচর আসে যেসব লেখক যেমন ড.মুহাম্মদ শহীদুল্লাহ,সুনীতি কুমার, রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিম, শরত, মীর মশাররফ, মাইকেল, জসীমউদ্দিন, আল মাহমুদ, শামসুর ,হুমায়ুন,জীবনানন্দ দাশ, শওকত ওসমান,সৈয়দ ওয়ালীউল্লাহ,ফররুখ আহমেদ, জহির রায়হান,ঈশ্বরচন্দ্র,কায়কোবাদ, শহীদুল্রাহ কায়সার, আলাউদ্দিন আল আজাদ,দীন বন্ধু মিত্র,আলাওল,বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মুনীর চৌধুরী,আখতারুজ্জামান ইলিয়াস, প্রভৃতি ভালো করে দেখুন । চর্যাপদ, শ্রীকৃষ্ণকীর্তন,অনুবাদ কাব্য, মধ্য যুগের সাহিত্য, মৈমন সিংহ গীতিকা, মঙ্গল কাব্য ,বৈষ্ণব পদাবলী, মহাকাব্য,, বিভিন্ন সাহিত্য পত্রিকা, মুক্তিযু্দ্ধ ভিত্তিক রচনা, নাটক ইত্যাদি ভালো করে দেখবেন। ইংরেজি: --------------------- ধরা যাক আপনি ইংরেজিতে ৩৫টার মধ্যে ৫০% মাকর্স ১৮ পাবেন। কারণ মাঝে মাঝে অনেক কঠিন হয়; অনেক সময় ইংরেজির ছাত্ররাও পারে না।তয় খুব বেশি টেনশন করবেন না । এক্ষেত্রে আপনি যা যা করবেন তা হল Identifying Parts of speech, appropriate preposition, correction(Right form of verbs+conditional+sub-verb agreement + modal Auxiliaries) ,determiners, tense, transformation, degree comparison , voice, narration , translation, spelling, clause,one word substitution, Idiom and phrase, synonym, antonym, Analogy, Quotations, literature and literary terms -ইত্যাদি ভালো করে দেখবেন। বাংলাদেশ ---------------------------- এখানে বিগত সালর প্রশ্নগুলো দেখে বোঝা যায় কি ধরণের প্রশ্ন আসে এবং একটু কষ্ট করলেই ২২ পাওয়া সম্ভব।তবে কোন কনফিউশন রাখবেন না। আন্তর্জাতিক বিষয়াবলি- ---------------------------------------------------- এখানেও বিগত সালর প্রশ্নগুলো দেখে বোঝা যায় কি ধরণের প্রশ্ন আসবে। সিরিয়াসলি পড়লে ১৪ পাওয়া সম্ভব। ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা- ---------------------------------------------------- বিষয়টা নতুন কি দিবে কেউ জানে না তারপরও আগের বিসিএস গুলোতে এরকম পার্ট না থাকলেই এই বিষয়ে প্রশ্ন এসেছে সেগুলো দেখে বুঝতে পারবেন কি কি পড়তে হবে।তবে আলাদা করে পড়ার দরকার নাই বাংলাদেশ ও আন্তর্জাতিক পড়ার সময় এই অংশটা পড়ে নেবেন। তাই আমি এখানে ধরলাম ৬ পাবেন। সাধারণ বিজ্ঞান: ---------------------------------------------------- এই অংশে ১৫ তে ১২ পাওয়া সম্ভব কারণ বিগত সালের প্রশ্ন রিপিট করে। তাই এ অংশে ভালো করে গুরুত্ব দিন কেননা একটু পড়লে এ অংশে ভালো কিছু করা সম্ভব। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি: ---------------------------------------------------- নতুন বিষয় তারপরও আগের সব পরীক্ষাতে ও বিভিন্ন চাকরির পরীক্ষায় যা দিচ্ছে তেমন দিবে। তাই চাকরির পরীক্ষায় কেমন প্রশ্ন আসছে সেগুলো ভালো করে পড়ুন সাথে সাথে বিগত সালের গুলো। তয় আপনাকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে না্। শুধু বেসিক কনসেপ্ট থাকলেই হবে।এক্ষেত্রে ৯-১২ শ্রেণির কম্পিউটার বইটা দেখতে পারেন। তাছাড়া বাজারের ভালো মানের যেকোন প্রকাশনীর কম্পিউটার গাইড দেখতে পারেন। গাণিতিক যুক্তি ---------------------------------------------------- ধরলাম আপনি গণিতে একটু দুর্বল তাই ৯ দিলাম ।মনে রাখবেন গণিত আগে করতে যাবেন না। তাইলে আপনি শেষ! কারণ গণিতে করার সময় একবার আটলে গেলে সব মাটি হয়ে যাবে! গণিতে খুব কঠিন প্রশ্ন দেয় না,দেয় ছোট ছোট অংক,। পাটিগণিত, বীজগণিত,ত্রিকোণোমিতি পরিমিতি, জ্যামিতি প্রভৃতির বেসিক সুত্রগুলো ভালো করে আয়ত্বে রাখুন।যেগুলো কঠিন দেয় সেগুলো গণিতের ছাত্ররাও অত অল্প সময়ে করতে পারবে না ।এক্ষেত্রে সর্টকার্ট সুত্র দিয়ে করতে পারেন। তবে গণিত কখনও মুখস্ত করতে যাবেন না । বুঝে বুঝে বেশি বেশি অনুশীলন করুন। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন- ১০ ----------------------------------------------------, বিষয়টা যেহেতু নতুন সেহেতু কেমন প্রশ্ন হবে কেউ জানে না ।তাছাড়া এখানে উত্তর নিয়ে আপনি কনফিউশনে পড়বেন । আপনার উত্তরের সাথে প্রশ্নকর্তার উত্তর নাও মিলতে পারে।একেবারে কমন সেন্স থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন।গাইড বই গুলো দেখেন প্রশ্নের ধরণ সম্পর্কে আইডিয়া পাবেন। এখানে বেশি ভুল উত্তর দিতে যাবেন না । ধরলাম আপনি এখানে ৫ পাবেন। মানসিক দক্ষতা: ---------------------- এই অংশে নিয়মিত প্রাকটিস করলে ভালো করা সম্ভব। বিগত সালের লিখিত পরীক্ষায় যেগুলো এসেছে সেগুলো ভালো করে দেখুন।ঢাবি‘র ইভিনিং এমবিএ এর এডমিশন গাইড থেকে,GRE,GMAT. -ইত্যাদি থেকে মানসিক দক্ষতা অংশটা প্রাকটিস করতে পারেন। মনে রাখবেন এঅংশে অনেক প্রশ্নের উত্তর দিতে সময় নিবে সেদিকে লক্ষ রাখুন এবং সেভাবে এখন থেকেই নিজেকে তৈরি করুন। ------------------------------------------------------------------------------ পুনশ্চ: ------------------ মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার,ইংরেজি প্রভৃতি আমার বাজির ঘোড়া তাই এগুলোতে বেশি গুরুত্ব দিন কেননা এগুলোতে অল্প পড়ে ও একটু সিরিয়াসলি নিলে ভালো মার্কস পাওয়া যাবে বলে আমি মনে করি।বাংলা, বাংলাদেশ, আন্তর্জাতিক প্রভৃতিতে কিছু প্রশ্ন সবাই পারবে সেগুলো যাতে ভুল না হয় সেদিকে নজর রাখুন।নিয়মিত বিবিসি, বিটিভিসহ কয়েকটি টিভি চ্যানেলে খবর দেখুন,এবং কয়েকটি জাতীয় দৈনিকে চোখ বুলান। সব কিছু নির্ভর করছে আপনার আত্মবিশ্বাসের উপর তাই নিজের উপর ভরসা রাখুন।নিজের মনোবল সতেজ রাখতে এটি একটি দারুণ Auto-suggestion, যা টনিকের মতো কাজ করে : Nothing is impossible in this world because the word IMPOSSIBLE says I m possible. ইনশাল্লাহ, আমিও পারবো। সবার সাফল্য কামনা করছি, দেখা হবে বিজয়ে। বি.দ্র: এটা সম্পূর্ন আমার মতামত এর বাইরেও আপনার কথা থাকতে পারে এবং সেভাবেই নিজেকে তৈরি করুন। ✿-----------------------✿-----------------------✿ --------------------------------------------------------------------- নিজের সুবিধা মতো পড়তে শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন; for my bcs shortcut and specials like my page >>for my bcs specials and shortcut like>>> Zakirs BCS specials http:facebook/664300020304635
Posted on: Thu, 22 Jan 2015 04:48:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015