~~~ ৪ অথবা ৫ আগস্ট এইচএসসি, - TopicsExpress



          

~~~ ৪ অথবা ৫ আগস্ট এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে ~~~ আগস্টের প্রথম সপ্তাহে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সেই রীতি অনুসারে ৩ আগস্টের মধ্যে ফল প্রকাশের কথা ছিল । তবে ২ ও ৩ আগস্ট শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় এই নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ সম্ভব নাও হতে পারে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম গতকাল কালের কণ্ঠকে জানিয়েছেন, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য আগস্টের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চাওয়া হয়েছে। আনুষ্ঠানিক ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী যে দিন সময় দেবেন সেই দিনই তা প্রকাশ করা হবে। গত ১ এপ্রিল শুরু হয়েছিল এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল) ও ডিআইবিএস (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) পরীক্ষা। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৬ দিনের এই পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ২৮ মে। কিন্তু হরতালের কারণে আট দিন এবং ঘূর্ণিঝড় মহাসেনের কারণে এক দিনের পরীক্ষা পরিবর্তিত তারিখে গ্রহণ করতে হয়। ৩ জুন এসে শেষ হয় পরীক্ষা। পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের রীতি অনুসারে ৩ আগস্টের মধ্যে ফল প্রকাশিত হওয়ার কথা ছিল। এখন ৪ অথবা ৫ আগস্ট ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন পরীক্ষার্থী এই ফলের অপেক্ষায় রয়েছে। সোর্সঃ ১ম কমেন্টে N:B: আবারো Date পিছানো হলে আমি দায়ী নই। কালের কন্ঠকে দায়ী করতে পারেন। :-)
Posted on: Fri, 26 Jul 2013 08:33:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015