"৫-৬ বছর আগে যখন এই - TopicsExpress



          

"৫-৬ বছর আগে যখন এই ফেইসবুক আইডিটা খুলেছিলাম, তখন সবকিছুই অন্যরকম ছিলো ... LIKE অপশন ছিলো না ... ভ্যাট অপশন ছিলো না ... বন্ধুরা মিলে একজন আরেকজনের ওয়ালে "মুড়ি খা" টাইপ পোস্ট দিয়ে বেড়াইতাম !! সময়ের সাথে অনেক কিছুই চেইঞ্জ হইল ... একদম STRAIGHT কথায় আসি ... ইদানিং যে জিনিসটা বেশ প্রকট আকারে দেখা দিছে, সেটা হইল "ফেইসবুক সেলেব্রিটি" ... এই টার্মটার উদ্ভব কিভাবে হইল, কেন হইল - পরিষ্কার না ... সোজা বাংলায়, যেই ফেইসবুক ইউজারের স্ট্যাটাসে "নিয়মিত" ২০০-৩০০ বা ৫০০ বা হাজার বা তারও বেশি লাইক আসবে, শেয়ার হবে আর তার হাজারখানেক ফলোয়ার থাকবে, সে-ই "ফেইসবুক সেলেব্রিটি" !! হ্যান বাবা, ত্যান বাবা, হ্যান পাগলা, ত্যান কাউয়া, ডাক্তার অমুক, ইঞ্জিনিয়ার তমুক, পাপী, ইবলিশ, জানোয়ার, অমানুষ ইত্যাদি ইত্যাদি দাঁতভাঙ্গা উদ্ভট বিদঘুটে নামের মানুষের অভাব নাই ... বেশিরভাগ সেলেব্রিটিদের নামই এমন হয়, আশা করি, তাদের বাপ-মা তাদের এইসব নাম জানে না, জানলে ছাগল জবাই দিয়ে আকীকা না দিয়া পোলাপানকেই...... !! যাই হোক ... সমস্যাটা যে জায়গায়, ইনাদেরকে প্রচুর পরিমাণে তোষামোদ করা হয়, তেল দেয়া হয় ... হাজার হোক, ইনারা মানুষ ... তেল দিতে থাকলে, একটা সময় তার মধ্যে ভাব দেখা দিবেই ... উনাদের তখন "আমি হইলাম গিয়া ফেইসবুকের কি জানি কি" - এইটা মনে হবেই !! তখনই তাদের ABOUT ME তে লেখা দেখা যাবেঃ "রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো না, অযথা মেসেজ দিবেন না, এইটা করলে ব্লক মারমু, ঐটা করলে আনফ্রেন্ড করমু, ট্যাগ করলে ত্যাগ করমু, হ্যান করলে ত্যান করমু, আমাকে জ্ঞান দিবেন না ইত্যাদি ইত্যাদি" উনাদেরকে মেসেজ দিলে উনারা রিপ্লাই দেন না ... স্ট্যাটাসে শত শত কমেন্ট আসে, পড়েও দেখেন না, রেসপন্স তো দূরে থাক ... চ্যাটে তো আসেনই না ... স্ট্যাটাস দেন, লাইক গুনেন, চলে যান ... শেষ ... পুরাই VIP অবস্থা !! এই অহংকারটা একটা সময় মাত্রা ছাড়ায়ে যায় ... একটা সময় সে অন্য আর ১০ টা মানুষকে মানুষ ভাবে না, নিজেকে উচু স্তরের কিছু ভাবতে শুরু করে ... SUPERIOR COMPLEXITY তে ভুগতে থাকে ... ভুগাটাই স্বাভাবিক ... আপনি যখন দেখবেন, আপনি যা লিখছেন, যা বলছেন - তাতেই একদল মানুষ এসে তাল দিচ্ছে, প্রশংসা করছে, তেল মারছে, আপনাকে গুরু মানছে - আপনার মনে তখন একটা "ভাব" আসবেই !! এই "ফেইসবুক সেলেব্রিটি" টার্মের ঝামেলাটা এই পর্যন্তই শেষ না ... ইদানিং এই সেলেব্রিটি ব্যাপারটা রীতিমত রেষারেষিতে পরিণত হয়েছে ... একজন সেলেব্রিটি যখন দেখছে আরেকজন বিখ্যাত হয়ে যাচ্ছে, তখন সে তার বিরুদ্ধে কথা বলছে, গুজব ছড়াচ্ছে, কাঁদা ছুড়াছুড়ি করছে ... দুই সেলেব্রিটিরই কিছু পক্ষের লোক আছে, যারা উনাদের হয়ে প্রতি মূহুর্তে যুদ্ধ করছে ... পুরাই সেরকম অবস্থা !! এই অস্বস্তিকর পরিস্থিতির জন্য দায়ী কারা ?? ... আমরাই ... আমিও ... আপনিও !! খুব সিম্পল একটা কথা আমি বিশ্বাস করি ... আজকে যারা এই "ফেইসবুক সেলেব্রিটি" হিসেবে পরিচিত, ফেবুতে কী শুধু তারাই ভালো লেখে ?? ... লাইকের সংখ্যা দিয়ে কী লেখার ভালো-মন্দ বিচার করা যায় ?? ... না !! লিস্টে অনেক মানুষ আছে, ছোট ভাই-বোন আছে, যারা অনেক ভালো লেখে ... লাইক পায় না ... কমেন্ট পায় না ... নিরাশ হয়ে পড়ে এক সময় !! তাদেরকে বলি, ভাই !! নিরাশ হওয়ার কিছু নাই ... "লাইক" দিয়ে কী হয় ?? ... লাইক বিক্রি করে কী দুই মুঠো চাল কেনা যায় ?? ... সিঙ্গারা খাওয়া যায় ?? ... লাইক পাইলে কী অসুস্থ রোগীর জ্বর সেরে যায় ?? ... লাইক বেঁচে দুই পয়সা পাইছে কোনদিন কেউ ?? ... তাইলে এই লাইক নিয়ে এত্ত কাহিনী কেন ?? ... এইটারে এত্ত সিরিয়াসলি নেয়ার কি আছে ?? আমার লেখাটা যদি বেশি মানুষের কাছে পৌছায়, তাইলে বেশি লাইক আসে ... কম মানুষের কাছে পৌছাইলে কম লাইক আসে ... এইটাই হয় ... লেখা কেমন - এইটা লাইক দিয়ে যাচাই করা যায় না !! শেষে একটাই কথা বলবো, যতই "ফেইসবুক সেলেব্রিটি" হন, যতই মানুষ আপনার সাথে সাথে থাকুক, তাল দিক, তেল দিক ... বাস্তবে যখন একটা গ্যাঞ্জামে পড়বেন, এগুলার কাউরে পাইবেন না ... অন্ধকার গলিতে পেটের মধ্যে কেউ ঘুষি মারলে, কেউ দেখবে না ... সব অফলাইন !! ফেইসবুকে ১০ হাজার ফলোয়ার আপনার ?? ... মাছের বাজারে যান, একটা মানুষও আপনারে ফলো করবে না ... ধাক্কাইয়া সামনে চইলা যাবে !! অনলাইনে আপনার অনেক দাপট, না ?? ... কথায় কথায় ব্লক মাইরা দ্যান ... জ্বী !! ঐ পর্যন্তই ... শ্যাষ ... রিয়েল লাইফে ব্লক মারতে পারবেন না কাউরে ... ঐ চান্স নাই !! ইউটিউবের মত দুম করে ফেইসবুক বন্ধ হইয়া গেলে "সেলেব্রিটি" দের কী হবে ?? ... কেউ খুঁজে পাবেন ?? ... পাবেন না ... দুই পয়সা দামও থাকবে না তাদের ... আমি আপনি সে - সবাই হারাইয়া যাবো ... যে যার কাজে ব্যস্ত থাকবে ... কেউ পড়াশুনায়, কেউ চাকরিতে !! ফেইসবুক একটা টাইম পাসের জায়গা মাত্র ... গল্প করবেন, লেখালেখি করবেন, গেমস খেলবেন - এই তো ... ব্যাটম্যানের জোকার কী সাধে বলছিলো, WHY SO SERIOUS ?? ফেইসবুকে কেউ সেলেব্রিটি না ... সবগুলা আইডি সমান ... সবাই সবার ফ্রেন্ড, কেউ কারো মুরিদ বা চামচা বা শিষ্য না ... সবাই সমান ... একদম সমান ... সবার উপরের ঐ নীল রঙের ফেইসবুক বারটার দৈর্ঘ্য-প্রস্থ যেমন সমান, সবাই সেরকম সমান !! "ফেইসবুক সেলেব্রিটি" - শব্দটা মুছে যাক !! A friends status #Mushfiqur_Rahman_Ashique ad:CR7
Posted on: Thu, 05 Sep 2013 15:31:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015