৯-১১ নিয়ে বাঙ্গালী - TopicsExpress



          

৯-১১ নিয়ে বাঙ্গালী মুসলমানদের মাথা ব্যাথা আসলে খুবই কম, কারন যারা নিহত হয়েছেন তারা সাকলেই নন-মুসলিম ছিলেন প্রায়, ৯-১১ তে আমি আসলে মিক্সড ফিলিংস এ ছিলাম, কারন আমি দেখছিলাম কিছু লোক অত্যন্ত খুশি আমার আসে পাশে, আবার কিছু লোক এটা যে কোরান বহু বছর আগেই বলে গিয়েছে তা নিয়ে আলোচনা করছিলো। খুব কম লোককেই দুঃখিত দেখেছিলাম, আমার মা আমাকে বারবার বলছিলেন আমার মামার খবর নিতে, যখন দেখলেন তারা ঠিক আছেন তিনিও খুব একটা চিন্তা প্রকাশ করলেন না। ৯-১১ একজন আমেরিকানের জুতো পরে দেখার সৌভাগ্য হয় যখন ২ বছর আগে আমার এক আমেরিকান ক্লায়েন্টের সাথে ব্যাপারটি নিয়ে কথা বলি। আমি বুঝতে পারি দুঃখ যেখানেই থাকুক তার রঙ একই, আমেরিকাতে নিহত হয়ে যাওয়া কোন মার্কিন এক্সেকিউটিভ এবং আফগানিস্তানে নিহত হওয়া কোন বেকার যুবকের পরিবারের দুঃখতে আসলে সামান্য ফারাক নেই। ধরন এক রঙ্গও এক। ৯-১১ নিয়ে আমার প্রিয় গায়ক এলান জ্যাকসনের গাওয়া একটি গান হিট করে, কারো ইচ্ছে হলে ইউটিউব থেকে শুনে নিতে পারেন। Where were you when the world stopped turning Where were you when the world stopped turning on that September day? Were you in the yard with your wife and children Or working on some stage in L.A.? Did you stand there in shock at the sight of that black smoke Risin against that blue sky? Did you shout out in anger, in fear for your neighbor Or did you just sit down and cry? Did you weep for the children who lost their dear loved ones And pray for the ones who dont know? Did you rejoice for the people who walked from the rubble And sob for the ones left below? Did you burst out with pride for the red, white and blue And the heroes who died just doin what they do? Did you look up to heaven for some kind of answer And look at yourself and what really matters? Im just a singer of simple songs Im not a real political man I watch CNN but Im not sure I can tell You the difference in Iraq and Iran But I know Jesus and I talk to God And I remember this from when I was young Faith, hope and love are some good things He gave us And the greatest is love
Posted on: Fri, 12 Sep 2014 06:30:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015