Abdun Noor Tushar ভাই, ৬০ এর দশক থেকে - TopicsExpress



          

Abdun Noor Tushar ভাই, ৬০ এর দশক থেকে একটা বদল শুরু হয়েছিলো, বিঞ্জান, গণতন্ত্র ও পুঁজিবাদের একটা সামঞ্জস্যে। এর ভালোটা আমরা দেখেছি। এর খারাপটাও দেখছি। এখন আবার দিন বদলের ডাক দেশে দেশে প্রতিদ্ধনিত হচ্ছে। এই বদলের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগামী দশকে আমরা অনেক বদল বা তার সুত্রপাত প্রত্যক্ষ করব। তারপরে আরো এক দুই দশক এই সব বদলের ভালো ফল পাবে মানুষ। তাপরে আবার খারাপ বদল শুরু হবে। এটাই মানব সভ্যতার বিবর্তনের প্রক্রিয়া। আমাদের শুধু সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন পক্ষে থাকবো? ভালোর না মন্দের?
Posted on: Sun, 17 Nov 2013 07:00:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015